PM Narendra Modi (Photo Credit ANI)

দিল্লি, ১১ অক্টোবর: যত সময়গড়াচ্ছে,তত উত্তাপ বাড়ছে ইজরায়েল, হামাস যুদ্ধের। ইজরায়েলের সঙ্গে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের যুদ্ধ কোনদিকে গড়াচ্ছে, তা নজরে রাখতে এবার ২৪ ঘণ্টা নজরদারি শুরু করল ভারত। ইজরায়েল-হামাস পরিস্থিতি নজরে রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল বিদেশ মন্ত্রক। পাশাপাশি ইজরায়েলে যে ভারতীয়রা রয়েছেন,তাঁদের কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে চলছে জোরদার আলোচনা। প্রসঙ্গত ইজরায়েলে এই মুহূর্তে ১৮ হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে কেউ হামাস হামলায় আহত বা নিহত হননি বলেই  মিলছে খবর। ফলে পরিস্থিতি সব সময় পর্যবেক্ষণ করতেই বিদেশ মন্ত্রকের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে ইজরায়েলে যে ভারতীয়রা রয়েছেন,তাঁদের তরফে উদ্ধারের কোনও আর্জি এখনও এসে পৌঁছয়নি। ফলে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরানোর জন্য এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই বলেই  সূত্রের তরফে মিলছে খবর।

আরও পড়ুন: Israel-Hamas War: জ্বালানি শূণ্য একমাত্র বিদ্যুৎকেন্দ্র, অন্ধকার নামল গাজায়, দেখুন

জানা যাচ্ছে, ইজরায়েলে যে ভারতীয়রা রয়েছেন,তাঁদের মধ্যে ৯০০ পড়ুয়া। তাছাড়া বাড়ির কাজের জন্য বিভিন্ন লোক এবং তথ্য প্রযুক্তি কর্মীরা রয়েছেন।