গত শুক্রবারের পর শনিবারেও থমথমে উত্তরপ্রদেশের বারেলি। আই লাভ মহম্মদের (I Love Mohammad Protest) সমর্থনে একাধিক আন্দোলনকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে আলা হজরত দরগা সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এরমধ্যেই শনিবার গ্রেফতার হল এই আন্দোলেনের প্রধান মুখ ধর্মগুরু মৌলানা তৌকির রেজা খান। গতকাল তাঁরই উস্কানিতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে। এদিন গ্রেফতারির পর তাঁকে আদালতে পেশ করা হয়। বিচারপতি তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়। অন্যদিকে বাকি আন্দোলকারীদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ।

গতকাল গৃহবন্দি ছিলেন আইএমসি সুপ্রিমো

পুলিশসূত্রে খবর, গতকাল রাত থেকেই আইএমসি সুপ্রিমো মৌলানা তৌকির রেজা খানকে গৃহবন্দি করে রেখেছিল পুলিশ। হাউস অ্যারেস্ট অবস্থাতে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছিলেন তিনি। সেখানে তাঁর দাবি, বারেলিতে হিন্দু ধর্মালম্বী মানুষরাও তাঁদের প্রতিবাদকে সমর্থন করছে। তাঁরা তাঁদের ধর্মের সমর্থনে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছে। কিন্তু স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার তাঁদের সেই স্বাধীনতা দিচ্ছে না। এমনকী মৌলানাকে দুপুরে দরগাতেও যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

বারেলির আন্দোলন

এদিকে পুলিশের পাল্টা অভিযোগ, গতকালের মিছিলের জন্য কোনও সংগঠন আগাম অনুমতি নেয়নি। সেই কারণেই সেই মিছিল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়ছিল। তবে সেই নির্দেশ উপেক্ষা করেই আন্দোলনকারীরা দুপুরের দিকে আলা হজরত দরগা নমাজ পড়ে জমায়েত করেন। সেখান থেকেই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধের সূত্রপাত।