Tsunami Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বুধ সকালে রাশিয়ায় (Russia)ভয়াবহ ভূমিকম্প(Earthquake)। কেঁপে উঠল গোটা দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৮। ভূমিকম্পের পরই রাশিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। শুধু রাশিয়াই নয় আমেরিকার পশ্চিম উপকূল, আলাস্কাসহ হাওয়াইতে জারি সুনামি সতর্কতা(Tsunami Threat)। ভারতেও কী আছড়ে পড়তে পারে সুনামি?

রাশিয়ায় সুনামি, ভারতেও কি রয়েছে আশঙ্কা?

ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) স্পষ্ট জানিয়েছে রাশিয়ার মতো ভারতে এই মুহূর্তে সুনামির কোনও আশঙ্কা নেই। এক্স হ্যান্ডেলে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস জানিয়েছে, 'রাশিয়ার ভূমিকম্পের জেরে ভারত এবং ভারত মহাসাগরে সুনামির কোনও আশঙ্কা নেই। তাই কোনওরকম সতর্কতা জারি করা হয়নি।" অন্যদিকে রাশিয়ায় ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে আমেরিকা, আলাস্কা ও মেক্সিকোতে। আমেরিকাবাসীকে সতর্ক করে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাশিয়ায় ভূমিকম্পের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যে অবস্থিত ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে ভারতীয় কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে। ভারতীয় নাগরিকদের আপাতত উপকূলীয় অঞ্চলের দিকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত ইলেক্ট্রনিক ডিভাইস চার্জ দিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন।

ভূমিকম্পের পর রাশিয়ায় আছড়ে পড়ল সুনামির ঢেউ, ভারতেও কি রয়েছে আশঙ্কা?