মুম্বই, ১ জুলাইঃ আধার কার্ড (Aadhaar Card) ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে অস্বীকার করায় মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হল ইয়েস ব্যাঙ্ককে (Yes Bank)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক নথি হিসাবে ইয়েস ব্যাঙ্ক আধার কার্ডের উপর জোর দেওয়ায় বম্বে হাইকোর্টের (Bombay High Court) তীব্র সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি আদালত ইয়েস ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে আবেদনকারী সংস্থা মাইক্রোফাইবার্স প্রাইভেট লিমিটেডকে (Microfibers Pvt. Ltd) ক্ষতিপূরণ হিসাবে ৫০,০০০ টাকা দিতে হবে।
বম্বে হাইকোর্টের বিচারপতি এম.এস. সোনাক এবং জিতেন্দ্র জৈনের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট আধার আইনের ৫৭ ধারা (Section 57 Aadhaar Act) বাতিল করেছে। দেশের শীর্ষ আদালত রায় দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা (Account Opening), মোবাইল সংযোগ বা স্কুলে ভর্তির জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। তা সত্ত্বেও বেসরকারি সংস্থা মাইক্রোফাইবার্স প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে আধার ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে অস্বীকার করেছে ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্যে আধার কার্ড বাধ্যতামূলক নয়
২০১৮ সালে ইয়েস ব্যাঙ্কের বিরুদ্ধে আদালতের দারস্ত হয়েছিল মাইক্রোফাইবার্স। অভিযোগ, আধার কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্যে ইয়েস ব্যাঙ্ক ২০১৮ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের সংস্থাকে ঘুরিয়েছিল। যার ফলে কোম্পানি আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে। ক্ষতিপূরণ বাবদ ইয়েস ব্যাঙ্কের কাছে ১০ লক্ষ টাকা দাবি করেছিল অভিযোগকারী সংস্থা।
ইয়েস ব্যাঙ্ককে ক্ষতিপূরণের নির্দেশ
Rs 50k Fine/damages/compensation awarded by Bombay High against a famous bank for insisting on Aadhaar. I'm Advocate in petition.
Pls note: banks, mobile operators, schools, colleges, pvt company cannot ask for Aadhaar in lieu of section 57 Aadhaar Act being struck down.Else… pic.twitter.com/1xtKiVmty5
— Adv. Bhasin -Law, Corruption, Police Reforms (@Bombay_Lawyers) June 30, 2025
গত ২৬ জুন বিচারপতি এম.এস. সোনাক এবং জিতেন্দ্র জৈনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে জানানো হয়, আধার কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে অস্বীকার করার কারণে সৃষ্ট অসুবিধার জন্য আবেদনকারী সংস্থা মাইক্রোফাইবার্স প্রাইভেট লিমিটেডকে ক্ষতিপূরণ হিসাবে ৫০,০০০ টাকা দিতে হবে ইয়েস ব্যাঙ্ককে। আদালত এও মনে করিয়েছে, ২০১৮ সালে সুপ্রিম কোর্টের রায় অনুসারে, ব্যাঙ্ক, টেলিকম, ই-কমার্সের মতো বেসরকারি সংস্থায় গ্রাহকদের আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না।