ঘটনাস্থলের ছবি (Photo Credits:X)

নয়াদিল্লিঃ মুম্বইতে (Mumbai)ভয়াবহ দুর্ঘটনা(Accident) অটোরিকশার যাত্রীর মাথায় ঢুকল মেট্রোর রড আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে,থানে-ভিওয়ান্ডি মেট্রো রুটের নারপোলি-ধামঙ্কর নাকা এলাকায় মুম্বই মেট্রো-৯ প্রকল্পের একটি নির্মীয়মাণ পিলারের কাছে ওই যাত্রীর মাথায় ঢুকে যায় লোহার রড। আক্রান্ত যাত্রীর নাম সোনু আলি বয়স ২০ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় মেট্রোর কাজ চলছিল একটি লোহার রড কোনওভাবে বেরিয়ে ছিল দ্রুত গতিতে যাচ্ছিল অটোরিকশাটি সেই সময় রডটি যাত্রীর মাথায় বিঁধে যায়। সঙ্গে সঙ্গে অটো থামান চালক যন্ত্রণায় চিৎকার করতে থাকেন সোনু তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বই মেট্রো কর্তৃপক্ষ মুম্বইয়ের মতো ব্যস্ত শহরে এই ধরনের ঘটনায় ক্ষুব্ধ অনেকেই গোটা ঘটনার জন্য মেট্রো কর্তৃপক্ষকেই দায়ী করছেন তাঁরা

মেট্রোর রড মাথায় ঢুকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই অটো যাত্রীর