Iqra Hasan Deepfake Video (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২ জুলাই: আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের উপর ভসরা করে যে কতটা নোংরামি হতে পারে, তা ফের প্রকাশ্যে এল। এবার সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসানের (Iqra Hasan Deepfake Video) একটি ডিপফেক ছবি এবং ভিডিয়ো সামনে এসেছে। যা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায়। ইকরা হাসানের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা খতিয়ে দেখা শুরু হয়। জানা যায়, নকল ফেসবুক আইডির মাধ্যমে সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসানের ছবি অশ্লীল করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করেই ইকরা হাসানের ছবির সঙ্গে ওই নোংরামি করা হয়েছে বলে জানা যায়।

সাংসদের অশ্লীল ছবি নিয়ে তোলপাড় শুরু হলে জানা যায়, সেটি হরিয়ানার নুহ জেলার ফিরোজ়পুর ঝিরকা ব্লকের থেকে কেউ করেছে। সেই অনুযায়ী শুরু হয় জোরদার খোঁজ। কংগ্রেস নেতা রাজ়িয়া বানো এই নকল ফেসবুক আইডির খোঁজ করে নুহ ((Nuh Youngsters)পর্যন্ত চলে যান। তারপর প্রকাশ্যে আসে, ইকরাকে নিয়ে যে ছবি তৈরি করা হয়েছে, তা আসলে পুরোটাই মিথ্য। ডিপফেক ব্যবহার করে ওই অশ্লীল ছবি অবতারণা বলেও জানা যায়।

আরও পড়ুন: Sudden Heart Attack Death in Nuh: শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা নুহতে, হৃদরোগে মৃত্যু কর্মরত সাব-ইন্সপেক্টরের

ঘটনার পর হাসান নামে এক যুবকের ক্ষমা প্রার্থনার ভিডিয়ো সামনে আসে। রাজ়িয়া বানো সেই ভিডিয়ো প্রকাশ করেন। যেখানে ইকরা হাসানের অশ্লীল ভিডিয়ো তৈরির অভিযোগে ক্ষমা চেয়ে নিতে দেখা যায় হাসানকে। প্রকাশ্যে হাসান নামের ওই যুবক ক্ষমা চেয়ে নেন। সেই সঙ্গে আর কে কে কোথায় এই ধরনের নোংরা ভিডিয়ো তৈরি করছে, সে বিষয়েও পুলিশের কাছে একটি তালিকা জমা পড়ে। হাসানই ওই তালিকা তৈরি করে পুলিশের হাতে তুলে দেয় বলে খবর।