নয়া দিল্লি, ২৬ অগাস্ট: পি চিদম্বরম (P Chidambaram)-এর আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। INX মিডিয়া মামলায় সিবিআই (CBI) , ইডি (ED) -র আতসকাঁচের তলায় থাকা চিদম্বরম দিল্লি হাইকোর্টে আগাম জামিন চেয়ে প্রত্যাখাত হওয়ার পর, শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেসের অভিজ্ঞ নেতা। কিন্তু সুপ্রিম কোর্টও চিদম্বরমকে রেহাই দিল না। চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল বিচারপতির কাছে অনেক রকম যুক্তি পেশ করলেও শেষ অবধি লাভ হল না। সিবিআইয়ের গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা। এমন কথা সাফ জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।
চিদম্বরমের জামিন প্রসঙ্গে বিচারপতি ভানুমতী বলেন, 'যেহেতু ইতিমধ্যেই পি চিদম্বরম গ্রেফতার হয়ে গিয়েছেন। তাই তাঁর আর আগাম জামিনের আবেদনের কোনও অর্থ থাকে না।'' এই বিষয়ে পুরনো রায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শীর্ষ আদালত।'
গত বুধবার সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর শীর্ষ আদালতে নতুন একটি পিটিশন দাখিল করেছিলেন পি চিদম্বরম। তাতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য ছিল, দিল্লি হাইকোর্টে তাঁর আগাম জামিন খারিজের পর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেই মামলা শীর্ষ আদালত শোনার আগেই ২১ অগস্ট রাতে সিবিআই তাঁকে গ্রেফতার করে। আরও খবর-জম্মু-কাশ্মীরের রাজ্য পতাকা নামিয়ে, শ্রীনগরে সচিবালয় ভবনে উড়ল দেশের তেরঙ্গা
আপাতত চিদম্বরমকে নিজেদের হেফাজতে রেখেছে CBI। আইএনএক্স মিডিয়া মামলায় গত মঙ্গলবারই দিল্লি হাইকোর্টে চিদম্বরমের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয়। বুধবার দিল্লি হাইকোর্টে পি চিদম্বরমের আবেদন খারিজ হয়ে গেলে আসরে নামে সিবিআই। চিদম্বরমও কম যান না। গোটা দিন সিবিআই ও ইডি কর্তাদের সঙ্গে তিনি রীতিমতো চোর পুলিশ খেলেন। সন্ধ্যায় কংগ্রেস কার্যালয়ে বৈঠক করেন। খবর পেয়ে সেখানেও যায় ইডি ও সিবিআই। তবে তাঁকে পাকড়াওয়ের আগেই তিনি সেখান থেকে বেরিয়ে সোজা নিজের জোড়বাংলোতে চলে আসেন। এরপর পাঁচিল টপকে সিবিআই কর্তারা পি চিদম্বরমকে নিজেদের হেফাজতে নেন।