আজ ৮ মার্চ। প্রতি বছর এই দিনেই সারা বিশ্বজুড়ে পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস' (International Women's Day 2025)। নারীদের উদ্দেশ্যে উদযাপিত এই বিশেষ দিনের একাধিক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সম্মান আদায়, লিঙ্গ বৈষম্য রোধের লড়াইয়েই ফলস্বরূপ উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস।

কেন ৮ মার্চ পালিত হয় নারী দিবস? এই দিনের বিশেষত্ব কী? বিশ্বজুড়ে নারী দিবসের তাৎপর্যই বা কী? চলতি বছরের থিম কী?

১৯০৯ সালে প্রথম শুরু হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day 2025) উদযাপন। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা নিজেদের অধিকার অর্জনের লড়াই শুরু করে। বিংশ শতাব্দীতে আমেরিকা এবং ইউরোপের শ্রমিক আন্দোলনের সময়েই শুরু হয়েছিল নারীদের আন্দোলনের পথ চলা। তবে সেই সময়ে এই আন্দোলনের নাম নারী দিবস ছিল না। পরে তা নারী দিবসের তকমা পায়। ১৯৭৫ সালে ৮ মার্চ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে নারী দিবস।

সমাজে পুরুষ এবং মহিলাদের অধিকারের পার্থক্যের বিরুদ্ধে প্রথমবার রুখে দাঁড়িয়েছিলেন রাশিয়ান মহিলারা। ১৯১৭ সালে রাশিয়ান মহিলারা প্রথমবার ধর্মঘটে নামেন। সেই সময়ে মহিলাদের কোন ভোটাধিকার পর্যন্ত ছিল না। আন্দোলনের জেরেই সমাজে নারীরাও ভোট দেওয়ার অধিকার অর্জন করেন।

৮ মার্চই কেন?

১৯০৯ সাল থেকে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করা হত। এদিকে নারীদের অধিকার আদায়ের লড়াই শুরু করেন রাশিয়ান মহিলারা। ১৯১৭ সালে রাশিয়ান মহিলারা ধর্মঘটে নামেন। সেই সময়ে রাশিয়ায় জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হত। সেই ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার ছিল ২৩ ফেব্রুয়ারি। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, এই দিনটি পড়েছিল ৮ মার্চ।

প্রতি বছরই নারী দিবসের কোন না কোন বিশেষ থিম থাকে। চলতি বছরেও সেই থিম রয়েছে। এই বছর নারী দিবসের থিম হল 'অ্যাক্সিলারেট অ্যাকশন'।