Representative Photo (Photo Credits: X)

নয়াদিল্লিঃ হোস্টেলে (Hostel) শিশুর(Baby) জন্ম দিল দশম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) মাল্কাঙ্গিরি জেলার একটি আবাসিক স্কুলে। জানা গিয়েছে, ওই কিশোরীর বয়স মাত্র ১৫। রাজ্য সরকার চালিত একটি আবাসিক স্কুলের ছাত্রী সে। সম্প্রতি বোর্ডের পরীক্ষা দিয়ে হোস্টেলে ফিরেছিল ওই কিশোরী। হোস্টেলে থাকাকালীন আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয় তার। এরপর হোস্টেলের মধ্যেই শিশুর জন্ম দেয় ওই কিশোরী। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করা হয় ওই হোস্টেল কর্তৃপক্ষের তরফে।

হোস্টেলের মধ্যে শিশুর জন্ম দিল দশম শ্রেণির ছাত্রী

 ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হোস্টেল কর্তৃপক্ষ। সিট গঠন করে চলছে তদন্ত। কীভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ল ওই পড়ুয়া? সে যে অন্তঃসত্ত্বা  তা কি কেউ জানত না? দানা বাঁধছে একাধিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উটর খোঁজা হচ্ছে।ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে ওই পড়ুয়ার বাড়িতে। এই ঘটনায় ওই আবাসিক স্কুলের প্রধান শিক্ষক বলেন, "হোস্টেলে পুরুষদের প্রবেশ একেবারেই নিষেধ। জানি না কীভাবে এই ঘটনা ঘটল।"

হোস্টেলের মধ্যে আচমকা প্রসব যন্ত্রণা, শিশুর জন্ম দিল দশম শ্রেণির ছাত্রী