
পহেলগাম হামলায় (Pahalgam Attack) ২৬ জনের মৃত্যুর পর ভারত সরকার পাকিস্তানে ঢুকে সেখানকার জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে 'অপারেশন সিঁদুর'(Operation Sindoor ) চালায়। 'অপারেশন সিঁদুর'-নিয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), কংগ্রেস, তৃণমূল সহ দেশের সব বিরোধী দল। অপারেশন সিঁদুর নিয়ে কখনই মোদী সরকারের কোনও বিরোধিতা করেননি রাহুল। তবে এবার 'অপারেশন সিঁদুর'-এর আগে পাকিস্তানকে সতর্ক করা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S. Jaishankar) এক মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন রাহুল।
কী বলেছিলেন এস জয়শঙ্কর
সাংবাদিকদের সামনে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে বলতে শোনা গিয়েছিল, "পাকিস্তানকে আগে সতর্ক করা হয়েছিল। ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ভাঙবে, কিন্তু সেখানে কোনওরকম সেনার ওপর হামলা করব না। তাই পাকিস্তানের সেনার কাছে সুযোগ ছিল, আমাদের কাজে বাধা না দেওয়ার বা হস্তক্ষেপ করার। কিন্তু ওরা আমাদের সুপরামর্শ শোনেনি।"
দেখুন এই বিষয়ে রাহুল গান্ধীর টুইট বার্তা
Informing Pakistan at the start of our attack was a crime.
EAM has publicly admitted that GOI did it.
1. Who authorised it?
2. How many aircraft did our airforce lose as a result? pic.twitter.com/KmawLLf4yW
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2025
জয়শঙ্করকে তোপ রাহুলের
এস জয়শঙ্করের সেই মন্তব্যের ভিডিয়ো পোস্ট করে লোকসভার বিরোধী রাহুল লিখলেন, " আক্রমণের আগে পাকিস্তানকে জানানোটা অপরাধ ছিল। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী প্রকাশ্যে এই কথা স্বীকার করেছেন।
আমার এখানে দুটি প্রশ্ন-
১) ওঁকে (বিদেশমন্ত্রী) এমন কাজটা করতে কে অনুমতি দিয়েছিল?
২) এর ফলে আমাদের বায়ুসেনা ঠিক কতগুলো বিমান হারিয়েছে?"
রাহুল গান্ধীর অভিযোগ অস্বীকার বিদেশমন্ত্রকের
External Affairs Ministry clarified that External Affairs Minister @DrSJaishankar had said that India had warned Pakistan at the start of Operation Sindoor and not before the commencement of the operation.
It said that Dr Jaishankar's statement is being falsely represented as it…
— All India Radio News (@airnewsalerts) May 17, 2025
এই অভিযোগ অস্বীকার করে পরে বিদেশমন্ত্রক জানায়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, "অপারেশন সিঁদুর-এর শুরুর আগে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল, অপারেশন শুরুর ঠিক আগে নয়। বিদেশমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে। অপারেশেন সিঁদুর' -এর আরম্ভের 'Early Phase'-এ পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল।