Shivraj Singh Chouhan met Nirmala Sitharaman (Photo Credit: X@ChouhanShivraj & @airnewsalerts)

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের সভাপতিত্বে নতুন দিল্লিতে গত ৬ জানুয়ারি শেষ হয়েছে প্রাক-বাজেট পর্যালোচনা বৈঠক। কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ নিয়ে পর্যালোচনার জন্য ডাকা এই বৈঠকের সূচনা হয়েছিল গত ৬ ডিসেম্বর। একমাস ধরে এই বৈঠক চলে। বিভিন্ন কৃষক সংস্থা ও কৃষি সংক্রান্ত আর্থিক বিশেষজ্ঞ, ট্রেড ইউনিয়ন, শিক্ষা ও স্বাস্থ্য, এমএসএমই, বাণিজ্য ও পরিষেবা, শিল্প, অর্থনীতিবিদ, আর্থিক ক্ষেত্র ও মূলধনী বাজার, সেইসঙ্গে পরিকাঠামো, শক্তি সহ ৯টি সংশ্লিষ্ট গোষ্ঠীর ১০০ জনের বেশি আমন্ত্রিত প্রতিনিধি এই শলাপরামর্শে যোগ দেন।বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শদানের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বৈঠকে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন সহ বিভিন্ন পদস্থ আধিকারিকরা ।

কৃষিপ্রধান ভারতে বাজেটে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকরে কৃষি দফতর। তাই প্রাক-বাজেট পর্যালোচনা বৈঠকের পরে গতকাল (৮ জানুয়ারি) নতুনদিল্লীতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে মিলিত হন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে আসন্ন ইউনিয়ন বাজেটের বিষয়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের শিবরাজ সিং চৌহান বলেন যে তারা কৃষি, গ্রামীণ উন্নয়ন, ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট (ICAR) এবং ভূমি সম্পদ সহ চারটি বিভাগের বাজেট নিয়ে আলোচনা করেছেন। মন্ত্রী জানিয়েছেন যে এর আগে কৃষক, উন্নত কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত সেই সব পেশাদার ব্যক্তিত্ব এবং গ্রামোন্নয়নের পরিকল্পনাকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং অর্থমন্ত্রীকে সমস্ত পয়েন্টের পরামর্শ দিয়েছেন।

 

আগামীকাল (১০ জানুয়ারি ২০২৫) থেকে নাগরিকরা মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ নিয়ে তাঁদের মূল্যবান পরামর্শ ও মতামত প্রদান করতে পারবেন। অর্থমন্ত্রক এবং মাই গভ দেশজুড়ে নাগরিকদের কাছ থেকে উদ্ভাবনমূলক ও গঠনমূলক পরামর্শ পেতে আগ্রহী। এই পরামর্শ প্রদানের জন্য নাগরিকরা মাই গভ প্ল্যাটফর্ম (http://www.mygov.in) দেখুন এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তাঁদের অবদান রাখুন।