নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি: আজ বেলা ১১টায় লোকসভায় ২০২১-২২ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসেবে তিনিই প্রথম সংসদে পেপারলেস বাজেট (First Paperless Budget) পেশ করতে চলেছেন। এদিন নির্মলা সীতাতমণ ২০২১-২২ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পড়বেন ট্যাবে। তাঁর হাত ধরেই ভারত সরকারের প্রথম ডিজিটাল বাজেট পেশ হতে চলেছে। ঐতিহ্যগত ভাবে কেন্দ্রীয় বাজেট সাধারণত বহিখাতার মাধ্যমে প্রকাশ্যে আসত যেটায় আর্থিক বাজেটের পুঙ্খানুপুঙ্খ হার্ডকপি হিসেবে হাতে লেখা থাকত ও অথবা কম্পিউটারে টাইপ করা থাকত। সে যাইহোক সোমবারের আর্থিক বাজেট যেহেতু পেপারলেস হচ্ছে, তাই তা ডিজিটাল ফর্ম্যাটেই প্রকাশ্যে আসবে। যাতে ডিজিটাল বাজেট সংক্রান্ত যাবতীয় তথ্য জনগণের নাগালে আসে সেজন্য জানুয়ারিতেই মোবাইল অ্যাপ বাজারে এসেছে।
Delhi: Finance Minister Nirmala Sitharaman will present and read out the #UnionBudget 2021-22 at the Parliament through a tab, instead of the traditional 'bahi khata'. pic.twitter.com/Ir5qZYz2gy
— ANI (@ANI) February 1, 2021
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই কেন্দ্রীয় বাজেট মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। মূলত কোনওরকম ঝামেলা ছাড়াই যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে স্টেকহোল্ডার, সাংসদ ও সংবাদ মাধ্যমের কাছে ২০২১-২২ আর্থিক বাজেটের তথ্য পৌঁছে যায়, তা নিশ্চিত করতেই এই অ্যাপ বাজারে আনা হয়েছে। আরও পড়ুন-GST Revenue: কেন্দ্রীয় বাজেটের আগে জানুয়ারির জিএসটি খাতে রেকর্ড আয়, ১.২ লক্ষ কোটি টাকা
এমন একটা সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাধারণ বাজেট পেশ করতে চলেছেন, যখন দেশে কোভিড কাঁটায় বিপর্যস্ত হয়ে ফের আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে চাইছে। লকডাউনে ছাটাই, এক লপ্তে বহু লোকের কর্মহীন হয়ে পড়া, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অনবরত মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য খাতে সীমাহীন খরচে দিশেহারা দেশবাসী। যদিও ২০২০-২১ এর অর্থনৈতিক সমীক্ষায় সংসদের ধারণা আসন্ন আর্থিক বর্ষে ভারতীয় অর্থনীতির গ্রোথ বেড়ে ১১ শতাংশ হবে।