Indian Railwway Logo (Photo Credit: Wikipedia)

রেল মন্ত্রক, আগামী পয়লা অক্টোবর থেকে আসন সংরক্ষণের জন্যে নতুন কিছু ব্যবস্থা নিতে চলেছে। সাধারণ শ্রেণীর আসন সংরক্ষন চালু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যে IRCTC ওয়েবসাইট ও তার অ্যাপ এর মাধ্যমে আধার কার্ড ব্যাবহারকারীরা , জেনারেল কোচে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন। বর্তমানে শুধুমাত্র তৎকাল বুকিং এর ক্ষেত্রে এই ব্যাবস্থা বলবত ছিল। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, আম জনতা যাতে সংরক্ষণের সুবিধে পান এবং সংরক্ষণ ব্যাবস্থার কোনোরকম অপ ব্যাবহার না হয়, তা সুনিশ্চিত করাই এর লক্ষ্য।

তবে রেলের কম্পিউটারাইজড যাত্রী সংরক্ষণ কাউনটার থেকে জেনেরাল কোচে সংরক্ষিত টিকিট কাটার সময়সীমার কোন রকম পরিবর্তন হবেনা। এ ছাড়া আসন সংরক্ষণের সময় শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে রেলের অথরাইজড টিকেট এজেন্টদের , প্রথম দিনের টিকিট বুকিং এর ক্ষেত্রে যে বিধি নিষেধ ছিল, তাও থাকছে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে।

যে পরিবর্তনগুলি আগে করা হয়েছিলঃ-

১ জুলাই, ২০২৫ থেকে: শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীরা অনলাইনে তৎকাল টিকিট বুক করার অনুমতি পাবেন।১৫ জুলাই, ২০২৫ থেকে: পিআরএস কাউন্টার এবং অনুমোদিত এজেন্টদের জন্য ওটিপি-ভিত্তিক প্রমাণীকরণ চালু করা হয়েছে।অনুমোদিত এজেন্টরা রিজার্ভেশন খোলার ১০ মিনিট আগে অগ্রিম বুকিং করতে পারবেন না।

অন্যান্য মাধ্যমের উপর পড়বে না কোন প্রভাবঃ-

এই নিয়ম শুধুমাত্র অনলাইন বুকিংয়ের (IRCTC ওয়েবসাইট এবং অ্যাপ) ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগের মতোই রেলওয়ে স্টেশন কাউন্টারে (PRS কাউন্টার) টিকিট বুক করা যাবে।রেলওয়ে CRIS এবং IRCTC-কে তাদের সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়েছে এবং জোনাল রেলওয়েগুলিকে এই সিদ্ধান্ত প্রচার করতে বলেছে।

টিকিট দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবেঃ-

গত ছয় মাসে, রেলওয়ে ২.৪ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করেছে এবং ২০ লক্ষ অ্যাকাউন্টকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। এই পদক্ষেপটি দেখায় যে রেলওয়ে টিকিট দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

আধার যাচাইকরণ উপকারী হবেঃ-

বর্তমানে, আইআরসিটিসির ১৩ কোটি নিবন্ধিত ব্যবহারকারীর মধ্যে মাত্র ১.২ কোটি ব্যবহারকারী আধার-প্রমাণিত। এমন পরিস্থিতিতে, বাকি যাত্রীদের ১ অক্টোবরের আগে আধার যাচাই করতে হবে, যাতে তারা রিজার্ভেশন খোলার ১৫ মিনিটের মধ্যে সহজেই টিকিট বুক করতে পারেন।রেলওয়ের এই নতুন নিয়ম সাধারণ যাত্রীদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। এর ফলে টিকিট দালালদের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে এবং প্রকৃত যাত্রীরা প্রথম সুযোগ পাবেন। আপনি যদি দ্রুত টিকিট পেতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টটি আধারের সাথে লিঙ্ক করুন।