Speed Post Tariff Change (Photo Credit: X@CNBCTV18News)

ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড স্পিড পোস্ট পরিষেবার শুল্ক কাঠামোয় পরিবর্তন এনেছে । ১ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন ট্যারিফ। একই সঙ্গে গ্রাহকদের সুবিধার জন্য চালু হচ্ছে একাধিক নতুন পরিষেবা।

নতুন ট্যারিফ অনুযায়ী, ৫০ গ্রাম পর্যন্ত স্থানীয় নথি পাঠাতে খরচ হবে ১৯ টাকা। একই ওজনের ডকুমেন্ট ২০০ কিলোমিটার পর্যন্ত বা তার বেশি দূরত্বে পাঠালে খরচ হবে ৪৭ টাকা। ৫১ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত ওজনের জন্য স্থানীয়ভাবে খরচ ২৪ টাকা, সর্বোচ্চ ৭৭ টাকা। ২৫১ থেকে ৫০০ গ্রাম ওজনের ডকুমেন্ট পাঠাতে খরচ পড়বে সর্বোচ্চ ৯৩ টাকা। সব ক্ষেত্রেই প্রযোজ্য জিএসটি আলাদা করে ধার্য হবে।

শুল্ক পরিবর্তনের পাশাপাশি চালু হচ্ছে বেশ কয়েকটি নতুন সুবিধা। এর মধ্যে রয়েছে—ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, অনলাইন বুকিং ও পেমেন্টের ব্যবস্থা, রিয়েল-টাইম ডেলিভারি আপডেট, এসএমএস নোটিফিকেশন এবং রেজিস্ট্রেশনের সুবিধা। রেজিস্ট্রেশন পরিষেবার জন্য প্রতি স্পিড পোস্ট আইটেমে ৫ টাকা ও প্রযোজ্য জিএসটি দিতে হবে। একইভাবে ওটিপি ডেলিভারির ক্ষেত্রেও নির্ধারিত শুল্ক ৫ টাকা।ছাত্রছাত্রীদের জন্য স্পিড পোস্ট ট্যারিফে ১০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। নতুন বাল্ক গ্রাহকদের জন্য থাকছে ৫ শতাংশ ছাড়।