Sensex Down by 2,000 Points: করোনা আতঙ্কে শেয়ার বাজারে ধস, একধাক্কায় ৩০ শতাংশ দাম কমল অপরিশোধিত তেলের
(Photo credits: PTI)

মুম্বই, ৯ মার্চ: করোনা আতঙ্কে (Coronavirus Scare) শেয়ার বাজারে ধস অব্যাহত। সোমবার সেনসেক্সের (Sensex) পাশাপাশি ধস নেমেছে নিফটিতেও (Nifty)। সোমবার দিনের শুরুতেই সেনসেক্স পড়েছে ২০০০ পয়েন্ট। করোনার পাশাপাশি ইয়েস ব্যাঙ্কের ধরাশায়ী অবস্থাও যথেষ্ট প্রভাব ফেলেছে অপরিশোধিত তেলের দামে। ইউএস ডলারের (US dollar) তুলনায় রুপির মূল্যও কমেছে বেশ কিছুটা।

সোমবার ২,১৭০.২৯ (৬ শতাংশ) কমে সেনসেক্সের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৫,৪০৬.৩৩-তে। অন্যদিকে ৬২৮ পয়েন্ট (৫.৭২ শতাংশ) কমে নিফটির পয়েন্ট দাঁড়িয়েছে ১০,৩৬১.২৫-এ। দিনের শুরুতে অবশ্য কিছুটা উদ্ধর্মুখী হয়েছিল সেনসেক্স। কিন্তু কিছু পরেই ফের ধস নামে। আরও পড়ুন: Coronavirus in Kerala: কেরলে পরিবারের পাঁচজনের শরীরে মিলল করোনা ভাইরাস, ভারতে আক্রান্তের সংখ্যা ৪০

৫২ সপ্তাহ পরে রুপির দামেও বড়সড় ধস। শেয়ারবাজারের পাশাপাশি ধসছে অন্যান্য মার্কেটও। রিলায়েন্স ইন্ডাস্ট্রিস (৯ শতাংশ পড়েছে), ইনডাসল্যান্ড ব্যাঙ্ক (৭ শতাংশ পড়েছে),

টাটা স্টিল (৬ শতাংশ পড়েছে)।

করোনাভাইরাসের জেরে লগ্নিকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। । যার জেরে গোটা বিশ্বের অর্থনীতিই নিম্নমুখী। ইয়েস ব্যাঙ্কের ধরাশায়ী হওয়া পাশাপাশি করোনার জেরে অপরিশোধিত তেলের দাম পড়েছে ৩০ শতাংশ। সেনসেক্সের পতনও গত কয়েকবছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। ২০১৬ সালের ৯ নভেম্বরের পর এত নীচে নামেনি সেনসেক্স।