প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)আজ নতুন দিল্লীর যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৫ (Semicon India 2025) এর উদ্বোধন করবেন। তিনদিনের এই সম্মেলনে দেশে শক্তিশালী, সুসংহত এবং স্থিতিশীল সেমিকন্ডাক্টর পরিমন্ডল গড়ে তোলার নানা দিক নিয়ে আলোচনা হবে। এতে সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অগ্রগতি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, গবেষণা ও উন্নয়নে উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনিয়োগের সুযোগ, রাজ্য-স্তরের নীতি বাস্তবায়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী আগামীকাল সিইওদের গোলটেবিল বৈঠকেও অংশগ্রহণ করবেন।
৪৮টিরও বেশি দেশের দুই হাজার ৫০০ জনেরও বেশি প্রতিনিধি সহ ২০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে ছয়টি দেশের গোলটেবিল আলোচনা, দেশীয় প্যাভিলিয়ন এবং কর্মশক্তি উন্নয়ন এবং স্টার্ট-আপগুলির জন্য নিবেদিতপ্রাণ প্যাভিলিয়ন সহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
Prime Minister @narendramodi to inaugurate #SEMICONIndia2025
📍 Yashobhoomi, New Delhi
🗓️ September 2, 2025
➔ The 3⃣ day conference, from 2nd to 4th September, to focus on advancing a robust, resilient, and sustainable semiconductor ecosystem in India
➔ Conference to focus… pic.twitter.com/6x1dOFG0Ji
— All India Radio News (@airnewsalerts) September 2, 2025
এই অনুষ্ঠানে ডিজাইন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের আওতাধীন উদ্যোগ, স্টার্টআপ ইকোসিস্টেমের বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভারতের সেমিকন্ডাক্টর সেক্টরের ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরা হবে। বিশ্বজুড়ে আয়োজিত সেমিকন্ডাক্টর সম্মেলনগুলির লক্ষ্য সেমিকন্ডাক্টর ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সর্বাধিক প্রসার ঘটানো এবং বিভিন্ন দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে শক্তিশালী করার নীতিমালা তুলে ধরা।