Himcahal Pradesh Weather (Photo Credit: X@@airnewsalerts)

বিগত ৭৬ বছরের মধ্যে এবার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হিমাচল প্রদেশে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক।হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় লাগাতার । হড়পা বান এবং ভূমিধ্বসে রাজ্যের বিভিন্ন জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু রাস্তা এখনও বন্ধ, পানীয় জলের সঙ্কটও দেখা দিয়েছে। সবমিলিয়ে দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এই পরিস্থিতিতেও ভারী বৃষ্টিপাত চলছেই।

আবহাওয়া দপ্তর আজও হিমাচল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারী করেছে। চলতি আগষ্টে রাজ্যে স্বাভাবিকের থেকে ৬৭ শতাংশের বেশী বৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে লাগাতার বৃষ্টি ও ভূমিধ্বসে ভ্রামৌরা এলাকায় মনিমহেশ যাত্রার শতাধিক তীর্থযাত্রী আটকে পড়েছে।

 

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগস্ট মাসে হিমাচল প্রদেশে স্বাভাবিকের চেয়ে ৬৯ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। গত সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে শিমলা ও রাজ্যের অন্যান্য অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে পাঁচটি জাতীয় সড়ক-সহ ৭৯৩টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ হয়ে রয়েছে। বৃষ্টিজনিত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২০। উনা, হামিরপুর, বিলাসপুর, কাংড়া, মান্ডি এবং সিরমাউর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের চার থেকে ছয়টি জেলায় অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য স্থানীয় আবহাওয়া কেন্দ্র লাল সতর্কতা জারি করার পর হিমাচল প্রদেশের সিমলা এবং বিলাসপুর জেলায় সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।