লণ্ডভণ্ড পাহাড় (ছবিঃX)

উত্তরবঙ্গে প্রবল বর্ষণে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের বেশ কিছু অংশে লাইনের উপর জল জমে থাকায় আজ (৭ অক্টোবর) দূরপাল্লার ৯ টি ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যে ট্রেন গুলি ঘুর পথে চলবে সেগুলি হল 13142 নিউ আলিপুরদুয়ার - শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস, 13148 বামনহাট - শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, 12505 কামাখ্যা - আনন্দবিহার নর্থ ইস্ট এক্সপ্রেস, 12346 গুয়াহাটি - হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, 12510 গুয়াহাটি - SMVT সুপার ফাস্ট এক্সপ্রেস, 15648 গুয়াহাটি - লোকমান্য তিলক টার্মিনাস মুম্বাই LTT এক্সপ্রেস, 15933 নিউ তিনসুকিয়া - অমৃতসর অমৃতসর এক্সপ্রেস, 07047 Naharlagun - Secunderabad স্পেশাল, 15077 কামাখ্যা - Gomti নগর সাপ্তাহিক এক্সপ্রেস।

এছাড়া, আজ থেকে কিছু ট্রেন বাতিল হচ্ছে। 15704 বঙ্গাইগাঁও - নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, 75713 শিলিগুড়ি জংশন - বামনহাট DEMU আজ (07.10.2025) ও আগামীকাল (08.10.25) বাতিল থাকবে। 15703 নিউ জলপাইগুড়ি - বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস 75714 বামনহাট - শিলিগুড়ি জংশন DEMU আজ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। 15777/15778 নিউ জলপাইগুড়ি - আলিপুরদুয়ার জংশন - নিউ জলপাইগুড়ি টুরিস্ট এক্সপ্রেস আজ ( 07.10.2025) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।