নয়াদিল্লি: ইংরাজি নববর্ষে উপহার (New Year's Gift) দিচ্ছে ভারত সরকার (Indian Government)! বাড়ানো হচ্ছে (Hikes) এনএসসি (NSC), পোস্ট অফিসের টার্ম ডিপোজিট (post office term deposits) ও প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পের (senior citizen savings scheme) উপর সুদের হার (interest rates)।
শুক্রবার সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার টুইটার পেজ থেকে পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে এনএসসি, পোস্ট অফিস টার্ম ডিপোজিট ও প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়ানো হবে। আর এই বিষয়টি লাঘু হবে ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকেই।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালের নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিলেও এর ফলে প্রবীণ নাগরিকদের পাশাপাশি পোস্ট অফিসে টাকা রাখা দেশের অনেক সাধারণ মানুষই উপকৃত হবেন। আসলে পোস্টাল বিভাগকে (Postal Deapartment) নতুন রূপে (new look) সাজিয়ে একে আর লাভজনক সংস্থায় পরিণত করার জন্যই এই সব ধরনের পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র।
Govt hikes interest rates on NSC, post office term deposits, senior citizen savings scheme from January 1; no change in PPF rate: Order
— Press Trust of India (@PTI_News) December 30, 2022