Modi Govt Brought Back 238 Antiquities (Photo Credits: Twitter)

মোদী (Narendra Modi) সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একাধিক পুরাতত্ত্ব সামগ্রী দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। গত নয় বছরে ২৩৮টি পুরাকীর্তি ভারতে (Indian Antiquities) ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার (Modi Govt Brought Back 238 Antiquities)। কালের নিয়মে যা দেশ থেকে চুরি হয়ে গিয়েছিল। কিছু আবার বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। সারা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমনই অমূল্য সব প্রত্নসামগ্রী পুনরায় দেশে ফিরিয়ে আনার জন্যে প্রতিশ্রুতি নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

প্রতিশ্রুতি রেখে ২৪ এপ্রিল, ২০২৩ পর্যন্ত সংখ্যাটি আরও বেড়েছে। ভারতীয় বংশোদ্ভূত মোট ২৫১টি অমূল্য পুরাতত্ত্ব সামগ্রী ফিরিয়ে আনা হয়েছে।

আরও ৭২টি পুরাকীর্তি বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এই সমস্ত পুরাতত্ত্ব সামগ্রী গুলোকেই ভারতবর্ষের ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতির ভীত বলে মনে করা হয়।

মোদী জমানায় দেশিয় পুরাতত্ত্ব সামগ্রীর আগমন... 

১৯৭৪ সাল থেকে ২০১৪, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পূর্বে দেশে ফেরা পুরাতত্ত্ব সামগ্রীর সংখ্যাটি ছিল ১৩।