Swiggy (Photo Credits: PTI)

গত বছরে ক্ষতির মুখে পড়েছিল অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি। সেই বছরে তাদের লোকসানের পরিমান ছিল ১৬১৭ কোটি টাকা। কিন্তু ২০২২ সালের তথ্য প্রকাশ পেতেই আশঙ্কার কালো মেঘ সুইগিতে। গত বছরের লোকসান দ্বিগুণ হয়ে এই বছর তাদের লোকসানের পরিমাণ ৩৬২৯ কোটি টাকা।তবে কি এবার কর্মী ছাটাইয়ের মুখে সুইগি?

কোম্পানির রেজিস্ট্রার (Registrar of Companies) এর বার্ষিক আর্থিক বিবৃতি অনুসারে গোটা বছরে তাদের খরচ ১৩১ শতাংশ বেড়ে হয়েছে ৯৫৭৪.৫ কোটি টাকা।এদিকে সুইগির (Swiggy)এর আয় ২০২২ সালে (FY2022) ২,২  গুণ বেড়ে ৫৭০৫ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২১ (FY2021)সালে ছিল ২৫৪৭ কোটি টাকা।

এনট্র্যাকারের ( Entrackr) মতে, কোম্পানির মোট খরচের আউটসোর্সিং সাপোর্ট খরচ ২৪.৫ শতাংশের জন্য দায়ী। এই বিশেষ খরচ ২০২১ সালে ছিল ১০৩১ কোটি টাকা, যা ২০২২ সালে ২.৩ গুণ বেড়ে হয়েছে ২৩৫০ কোটি টাকা। এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের বিজ্ঞাপন এবং প্রচারমূলক ব্যয় ও  ৪ গুণ বেড়ে  ১৮৪৮.৭ কোটি টাকায় পৌঁছেছে।