প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট (Union Budget) ঘোষণার হওয়ার আগে বুধবার সকালবেলা মার্কেট খোলার পর থেকে উর্দ্ধমুখী হয়েছিল শেয়ার বাজার (Stock Market)। দুপুর ১টা নাগাদ সেনসেক্স (Sensex) ৯৮০ পয়েন্ট বেড়ে ৬০ হাজারের গণ্ডি ছাড়িয়ে ৬০ হাজার ৫৩৪ পয়েন্টে পৌঁছয়। নিফটি (Nifty) দাঁড়ায় ১৭ হাজার ৯১৯ পয়েন্টে।

অবশ্য কিছুক্ষণের মধ্যেই তা বেড়ে গিয়ে দাঁড়ায় ১১৭২.৬৪ পয়েন্ট হয়। এর ফলে সেনসেক্স গিয়ে পৌঁছয় ৬০ হাজার ৭২২.৫৪ পয়েন্টে। নিফটিতে তেল, গ্যাস ইনডেক্স এবং অন্য শেয়ারের দাম বাড়ছে তা বোঝা যায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ডাটা দেখে। এছাড়া নিফটি ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস ও বেসরকারি ব্যাঙ্কের শেয়ারের মূল্যবৃদ্ধি হতে দেখা যায় মঙ্গলবার।

বুধবার সংসদে বাজেটে সংক্রান্ত ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, সরকার নগদ খরচের পরিমাণ ৩৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর ফলে ২০২৩-২৪ আর্থিক বর্ষে এর পরিমাণ হবে ১০ লক্ষ কোটি টাকা। যা দেশের জিডিপি-র ৩.৩ শতাংশ। যা ২০১৯০-২০ আর্থিক বর্ষের থেকে তিনগুণ বেশি। দেশের বাজারে চাকরির পরিমাণ বৃদ্ধির জন্য খরচ বাড়ানোর প্রস্তাব নেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ৬৬ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে। এর জন্য খরচ হবে ৭৯ হাজার কোটি বেশি।