ফাইল ফটো

নয়াদিল্লি: চিনের ফের বাড়ছে করোনা ভাইরাসের (Covid-19) প্রকোপ। এর ফলে বিশ্বজুড়েই আতঙ্ক তৈরি হয়েছে। নতুন করে কোভিড প্রোটোকল (Covid Protocols) জারি করার পরিকল্পনা নিচ্ছে অনেক দেশ। এর মাঝেই এই বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করল ভারতের (India) অসামরিক বিমান মন্ত্রক (Ministry of Civil Aviation)। গত ১০ নভেম্বর ওই নির্দেশিকা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে।

তাতে আন্তর্জাতিক (International) ও অন্তর্দেশীয় (Domestic) বিমানে (Plane) সফরকারী সমস্ত যাত্রীদের মাস্ক (mask) বা ফেস কভার (face covers) ব্যবহার করাটা আর বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির দিকে চিন্তা করে মাস্ক বা ফেস কভার ব্যবহার করা পরামর্শ দেওয়া হয়েছে।

এই নিয়ম না মানলে নির্দিষ্টভাবে কোন জরিমানা (fine) বা শাস্তি (penal action) দেওয়ার কথা জানানো হয়নি ওই নির্দেশিকায়।