Aadhar Update ( File Photo)

নতুন দিল্লি, ১৪ :  আজকের দিনে আধার কার্ডের (Aadhar Card) মতো গুরুত্বপূর্ণ জিনিস আর একটিও নেই। একজন নাগরিক হিসেবে যেসব তথ্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়, তার সবটিই আধারের সঙ্গে সংযুক্ত। এমনকী আপনার ব্যবহৃত মোবাইল নম্বরের সঙ্গেও আধার সংযুক্তির প্রয়োজন রয়েছে। যাতে করে আধার সম্পর্কিত কোনও আপডেট এলে সঙ্গে সঙ্গে তা নথিভুক্ত নম্বরে পাওয়া মেসেজের মাধ্যমে গ্রাহক জানতে পারেন। এদিকে আপনার আধার কার্ডে থাকা মোবাইল নম্বরটি অকেজো হলে অথবা আপনি যদি আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না করেন, এই সংক্রান্ত নতুন খবরাখবর পাবেন না। চাইলে অফলাইনে আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করা যায়। তবে তা সময় সাপেক্ষ। প্রায় ৯০ দিন অর্থাৎ দেড়মাস লেগে যেতে পারে।

এক্ষেত্রে অনলাইন হল সব থেকে সহজ ফলপ্রসূ মাধ্যম। অনলাইনে আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করতে হলে——-

  • প্রথমে কাছের এনরোলমেন্ট সেন্টার খুঁজুন। অথবা https://appointments.uidai.gov.in/easearch.aspx ক্লিক করুন।
  • অফলাইনে যদি আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করতে চান, কাছের আধার সেন্টারে গিয়ে আধার কারেকশন ফর্ম ভরে জমা করতে হবে।
  • সেই ফর্মে আপনার বর্তমান সক্রিয় মোবাইল নম্বরটি দিতে হবে। সেটিই আপনি আধার কার্ডে আপডেট করতে চান।
  • ফর্ম ভরা হয়ে গেলে অথেন্টিকেশনের জন্য বায়োমেট্রিক্স দিন।একবার কাজ হয়ে গেলে বিল নিয়ে নিন, তাতেই রয়েছে URN নম্বর। এগজিকিউটিভের কাছ থেকে এটি নিতে হবে।
  • URN নম্বর ব্যবহার করে গ্রাহক নিজেই আধার কার্ডের বদল সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
  • একবার মোবাইল নম্বর সংযুকিত হয়ে গেলে আধারের সঙ্গে যাবতীয় সংযোগ ও পরিবর্তনের জন্য OTP পেতে থাকবেন।
  • এমনকী আধারের আপডেট পেতে UIDAI-র টোল ফ্রি নম্বরে 1947  ফোন করতে পারেন।
  • অনলাইনে প্রথমে আপনার টেলিকম অপারেটর ওয়েবসাইট ভোডাফো/, এয়ারটেল/জিও ভিজিট করতে হবে।
  • এরপর আপডেট লিংক মোবাইল নম্বর উইথ আধার কার্ড ট্যাব করে মোবাইল নম্বরটি লিখতে হবে।
  • মোবাইল নম্বর সাবমিট হওয়ার সঙ্গে সঙিগে OTP যাবে আপনার মোবাইলে।
  • নম্বর ভেরিফাই হলেই আপনি স্ক্রিনে কনসেন্ট মেসেজ পাবেন।
  • এবার ১২ সংখ্যার আধার নম্বরটি দিন।
  • এবার OTP এন্টার করার আগে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন accept করুন। েবার আধার সম্পর্কিত একটি কনফার্মেশন মেসেজ আপনার মোবাইলে আসবে। এবং ফোন নম্বর যে সঠিকভাবে আপডেট হয়েছে। তা বুঝতে পারবেন।