Election Commssion Of India (Photo Credit; X@Airnewsalerts)

চলতি বছরের অক্টোবর অথবা নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানকার ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (SIR) করছে  নির্বাচন কমিশন। তার জন্য প্রয়োজনীয় নথি নাগরিকদের জমাও দিতে বলা হয়েছে। গত কয়েকমাস ধরা চলা প্রক্রিয়ার পরে বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া শুক্রবারই প্রকাশ করবে নির্বাচন কমিশন।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই কথা জানান। জ্ঞানেশ জানিয়েছেন, খসড়া তালিকাটি যেমন হাতে হাতে বিহারের প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হবে, তেমন তার ডিজিটাল প্রতিলিপিও আপলোড করা হবে। বিহারের ৩৮টি জেলায় ওই তালিকা পৌঁছে যাবে। তালিকা প্রকাশ করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকেরা (ডিইও)।

সংশোধিত তালিকার খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়া হবে। কারও নাম জুড়তে হলে বা কারও নাম ওই তালিকা থেকে বাদ দিতে হলে কী নিয়ম মানতে হবে, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সং‌ক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানেই সংশোধিত তালিকা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। শুধু রাজনৈতিক দলগুলি নয়, যে কোনও সাধারণ ভোটার এই তালিকা পরিবর্তনের আবেদন জানাতে পারবেন।