Delhi Pollution (Photo Credit: X@ANI)

দিল্লির দূষণ পরিস্থিতি একই জায়গায় দাঁড়িয়ে। উন্নতি হওয়ার তো কোনও লক্ষণই নেই, বরং পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। পশ্চিমি ঝঞ্ঝার জন্য বাতাস আরও শান্ত হয়েছে বুধবার থেকে। ফলে দূষণের ছবিটা আগামীতে আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী গতকাল বুরাড়ীতে একিউআই ছিল ৪০০। যা ‘ভয়ানক’ পর্যায়ের মধ্যে পড়ে। এ ছাড়াও রাজধানীর ২৩টি দূষণ নজরদারি কেন্দ্রের একিউআই ‘খুব খারাপ’।বৃহস্পতিবার সকালে দিল্লির বাতাসের গুণগতমানের অনেকটাই অবনতি হয়, সকাল ৮টায় সামগ্রিক বায়ু মানের সূচক ছিল ২৭১। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বুরারি ক্রসিংয়ে ২৮০ একিউআই রেকর্ড করা হয়েছে, যেখানে দ্বারকা সেক্টর ৮-এ ২৯৬ একিউআই রিপোর্ট করা হয়েছে। আইটিওতেও বায়ু মানের সূচকের অবনতি হয়েছে, যা ২৯৫-এ ছিল। মথুরা রোড-এ ২৬৮, জওহরলাল নেহেরু স্টেডিয়াম চত্বরে ২৫৮, ওখলা ফেজ ২-এ ২৫৫ এবং রোহিণীতে ২৯৬।

দেখুন ধুয়ালা কুয়ান এলাকার অবস্থা-

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA) অক্টোবর ২০২৫ মাসিক এয়ার কোয়ালিটি তথ্য প্রকাশ করেছে। এটি এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন (CAAQMS) এর তথ্যের উপর ভিত্তি করে ভারতের বায়ুর মানের একটি বিস্তৃত বিশ্লেষণ করেছে। এর থেকে দেশে উৎসবের মরসুমে বাজি, দূষণ একত্রে কী পরিমাণে বায়ুর মান খারাপ করেছে সেই তথ্য প্রকাশ্যে এসেছে।

আই টি ও এলাকায় এ কিউ আই নামল ২৮৭ তে

 সহ সমগ্র উত্তরপ্রদেশ ও হরিয়ানার বায়ুর মান খুবই খারাপ অবস্থায় রয়েছে বলে তথ্য প্রকাশ পেয়েছে। দেশজুড়ে বায়ুর মান অবনতি হচ্ছে। রাজধানীতে বায়ুর মান খুবই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়েছে। প্রতি বছরের মতো এবারও গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি।

ধোঁয়াশার চাদরে ঢেকে ইন্ডিয়া গেট