বৃহস্পতিবার জম্মুর বেস ক্যাম্প থেকে ৩,৫০০ তীর্থযাত্রীর একটি নতুন দল অমরনাথ যাত্রার জন্য রওনা দিয়েছে। উল্লেখ্য এ বছর ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হওয়ার পর থেকে গত ২১ দিনে ৩.৪২ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ যাত্রা করেছেন। তীর্থযাত্রীদের বিশাল ভিড় ক্রমাগত আসছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যাত্রা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে।
গত ২১ দিনে ৩.৪২ লক্ষ ভক্তের ভিড় অমরনাথ যাত্রায়
#JammuAndKashmir: Over 3.42 lakh pilgrims perform Amarnath darshan so far.#AmarnathYatra to end on August 9 coinciding with Shravan Purnima and Raksha Bandhan.#ShriAmarnathJiYatra2025 pic.twitter.com/dcBvXfAjWG
— All India Radio News (@airnewsalerts) July 24, 2025
বৃহস্পতিবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ৩,৫০০ তীর্থযাত্রীর আরেকটি দল উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে, ৮৩২ জন তীর্থযাত্রীকে নিয়ে ৪৫টি গাড়ি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোর ৩:২৫ মিনিটে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় এবং ২,৬৬৮ জন তীর্থযাত্রীকে নিয়ে ৯৫টি গাড়ির দ্বিতীয় দল ভোর ৪:০১ মিনিটে পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়।
22nd batch of 3500 pilgrims leave Jammu for Kashmir valley to perform pilgrimage to #Amarnath Cave Shrine. #AmarnathYatra pic.twitter.com/T7d2NYfT1W
— All India Radio News (@airnewsalerts) July 24, 2025
এই বছর অমরনাথ যাত্রার জন্য বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি এবং স্থানীয় পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ১৮০টি অতিরিক্ত কোম্পানি মোতায়েন করা হয়েছে। যাত্রা শুরুর ৩৮ দিন পর ৯ আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে।