শ্রীনগর, ২৬ নভেম্বর: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। কাশ্মীরের রাজৌরি (Rajouri) জেলার ভিম্বার গালিতে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এক জঙ্গিকে (Terrorist) নিকেশ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, ২৫ নভেম্বর রাতে এক পাকিস্তানি জঙ্গি ভিম্বার গালি সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল৷ সতর্ক ভারতীয় সেনারা অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। জঙ্গিকে খতম করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ সহ জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। অপারেশন এখনও চলছে। আরও পড়ুন: Earthquake: ভোরবেলা ভূমিকম্প ভারত-মায়ানমার সীমান্তে, টের পাওয়া গেল কলকাতা, বাংলাদেশেও
J&K: A Pak terrorist was eliminated as Army foiled an infiltration bid in Rajouri's Bhimber Gali last night. Weapon and ammunition were recovered. The operation is in progress: White Knight Corps
— ANI (@ANI) November 26, 2021
বুধবার শ্রীনগরের রামবাগে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয় তিন জঙ্গি। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানান, তিন জঙ্গির মধ্যে এক জনের নাম মেহরান। সে একজন শীর্ষস্থানীয় টিআরএফ বা রেজিস্টেন্স ফ্রন্টের কমান্ডার। উপত্যকায় সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল সে।