বুধবার ইন্দোর হাইকোর্টে নিরাপত্তা চেয়ে মামলা করেছেন এক দম্পতি। দু’জনেই জানান, এক মাস আগে তাদের প্রেমের বিয়ে হয়েছিল।কিন্তু মেয়েটির বাবা এই বিয়েতে রাজি নন এবং ক্রমাগত স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। দুজনেই আদালতের কাছে নিরাপত্তা চেয়ে দারস্থ হয়। দম্পতিরা আদালতে পৌঁছে গেলে মেয়ের বাবাও সেখানে পৌঁছে যান। এরপর যুবকের পরিবারের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয়।
মেয়েটি সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। মেয়েটি জানান তার বাবা মধ্যপ্রদেশ কংগ্রেসের সম্পাদক রবি শুক্লা এবং স্বামী মহাকাল মন্দিরের পুরোহিত।সেই কারণেই এই বিয়ে মেনে নিচ্ছেন না বাবা। মেয়ে অবনী শুক্লা বলেন, তার বাবা আমার ও আমার স্বামী আদর্শ মিশ্রের বিয়ে পছন্দ করেন না। তিনি কংগ্রেসের বড় নেতা। আমাদের বিয়ের এক মাস পেরিয়ে গেলেও আমরা ক্রমাগত হুমকি পাচ্ছি। আমাদের দুজনেরই খুব মন খারাপ।মেয়েটি আরও বলেন যে সে তার স্বামী আদর্শের পাশাপাশি তার শাশুড়ি এবং শ্বশুরের নিরাপত্তার জন্যও ভয় পাচ্ছে। অবনী বলেন, বুধবার যখন আমরা সবাই আমাদের নিরাপত্তার জন্য হাইকোর্টে পৌঁছাই, তখন আমাদের বাবা আমাদের আসার খবর জানতে পারেন এবং তিনিও এখানেও চলে আসেন।স্বামী আদর্শ মিশ্র ও তার পরিবারের সদস্যরা আগে থেকেই এখানে উপস্থিত ছিলেন। সেখানেও দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং পুলিশকে দায়িত্ব নিয়ে তা সামাল দিতে হয়।