Indore Hospital Horror: মধ্যপ্রদেশের ইন্দোরে চাঞ্চল্যকর ঘটনা। সেখানকার সবচেয়ে বড় হাসপাতালে ইঁদুরের কামড়ে মৃত্যু হল দুই নবজাতকের। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কক্ষে (NICU) ইঁদুরে কামড়ায় দুই নবজাতককে। এর মধ্যে এক নবজাতিকা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ইন্দোরের মহারাজা যশবন্তরাও চিকিত্সালয়ে (MYH)। সেই হাসপাতালের সদ্যোজাতদের জন্য সংরক্ষিত ওয়ার্ড NICU-তে রবিবার (৩১ আগস্ট) একটি শিশুর আঙুলে ইঁদুর কামড় দেয়। পরের দিন সোমবার (১ সেপ্টেম্বর) আরেক শিশুর মাথা ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ দেখা যায়। এরপর সদ্য়োজাত কন্যাটি মারা যায়। সেই সদ্যোজাতটির মৃত্যুর কারণ হিসাবে নিউমোনিয়ার কথা বলা হয়েছে। আট বছর ধরে ভারতের 'সবচেয়ে পরিষ্কার শহর' হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্দোর। অথচ সেখানেরই এক সরকারি হাসপাতালের এই করুণ পরিস্থিতি শহরের ভাবমূর্তিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
ইঁদুরের কামড়
হাসপাতালের চিকিৎসকদের দাবি, ইঁদুরের কামড় থেকে সরাসরি শিশুটি দুটির ক্ষতি হয়নি। তবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা জরুরি ছিল। হাসপাতাল সুপার ডাঃ অশোক যাদব স্বীকার করেছেন, হাসপাতালে বহুদিন ধরেই ইঁদুরের সমস্যা রয়েছে। বর্ষাকালে আশেপাশের পুরনো বিল্ডিংগুলি থেকে ইঁদুর ঢুকে পড়ে, আর আত্মীয়স্বজনদের আনা খাবারের কারণে সমস্যাটি আরও বাড়ছে। ক্ষোভে ফেটে পড়ছে মৃত সদ্যোজাতদের পরিবারের সদস্যরা।
দেখুন খবরটি
After rats gnawed on two newborn babies at a govt hospital in Indore, girl dies of pneumonia: Official. pic.twitter.com/Eh9nHGmhq4
— Press Trust of India (@PTI_News) September 2, 2025
বিজেপি সরকারকে তোপ কংগ্রেসের
কী কারণে এত বড় ঘটনা ঘটল, গাফলতি কাদের তা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল। জানানো হয়েছে, ইঁদুর আটকাতে জানালায় লোহার জালি বসানো হবে ও ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানো হবে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। বিধায়ক উমাং সিংহার ও মুখপাত্র নীলাভ শুক্লা অভিযোগ করেছেন, বিজেপি সরকার ‘প্রশাসনিক অবহেলা’ করে "গণহত্যার মতো ব্যর্থতা" দেখিয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত শুরু করতে হবে।