Indigo (Photo Credit: X@ANI)

চলতি মাসে কলকাতা থেকে চীনের উদ্দেশ্যে বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো (IndiGo)। সম্প্রতি বেসরকারি বিমান সংস্থা ইন্ডি্গোর পক্ষ থেকে তেমনটাই ঘোষণা করা হয়েছিল। তবে এবার কলকাতার পাশাপাশি দিল্লি থেকেও চালু হবে চীনে যাওয়ার সরাসরি বিমান পরিষেবা। আগামী ১০ নভেম্বর দিল্লি থেকে গুয়াংজুর সরাসরি বিমান পাওয়া যাবে। তার আগে ২৬ অক্টোবর থেকে কলকাতা থেকে চীন ভূখণ্ডে যাওয়ার বিমান পরিষেবা চালু হবে। এদিকে ইন্ডিগোর পাশাপাশি এয়ার ইন্ডিয়াও চলতি বছর থেকে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালু করতে চলেছে।

একটি বিমানই আপাতত যাতায়াত করবে

গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালু করার কথা শুরু হয়েছে। এই নিয়ে দুই দেশের বিদেশ মন্ত্রকেরও বিস্তর আলোচনা হয়েছে। তারপর প্রথমে নয়াদিল্লি, পরে বেজিংয়ের তরফ থেকে সবুজ সংকেত দেওয়ার পরেই বিমান পরিষেবা চালু করার ঘোষণা করে ইন্ডিগো। আপাতত দিল্লি থেকে এয়ারবাস এ২৩০ বিমানটি চালু করছে বেসরকারি সংস্থা। তবে পরবর্তীকালে বিমানের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

দিল্লি থেকে বিমান পরিষেবার সময়সীমা

জানা যাচ্ছে, দিল্লি থেকে এয়ারবাস এ২৩০ রাত ৯:৪৫ মিনিটে ছেড়ে গুয়াংজুতে ভোর ৪:৪০ মিনিটে পৌঁছাবে। আবার গুয়াংজু থেকে সেই বিমানই ভোর ৫:৫০ মিনিটে ছেড়ে দিল্লিতে সকাল ১০:১০ মিনিটে পৌঁছাবে। প্রসঙ্গত, কোভিডের কারণে ২০২০ সালে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ হয়। এরমাঝে গালওয়ানে চীনা সেনার আগ্রাসন থামাতে গিয়ে সংঘর্ষ বাধে ভারতীয় সেনার সঙ্গে। সেই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়। ফলে ২০২০-এর পর দীর্ঘ ৫ বছর পর অবশেষে চালু হতে চলেছে বিমান পরিষেবা।