Representational Image (Photo Credits: Wikimedia Common)

Fuel May Day: আমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আকাশ সফর নিয়ে আতঙ্কের খবর। প্রায় দিন দুয়েক পর আকাশে আতঙ্কের সফর নিয়ে এল নতুন তথ্য। গত বৃহস্পতিবার গুয়াহাটি থেকে চেন্নাইগামী একটি ইন্ডিগোর ফ্লাইট (Indigo 6E6764)-টিকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তখন জানা গিয়েছিল বিমানটির পাইলট 'মে ডে'বলার পরই বিমানবন্দরে অবতরণ করানো হয়। এবার জানানো হল কেন সেদিন ইন্ডিগোর 6E6764 ফ্লাইটের পাইলট 'মে ডে' বলেছিলেন।

বিমানের জ্বালানি ফুরিয়ে আসছিল

আসলে সেই বিমানের জ্বালানি ফুরিয়ে আসছিল, পাইলট বিমানবন্দরে তৎক্ষণাৎ অবতরণের অনুমতি পাননি। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে বিমান চালক 'ফুয়েল মে ডে' বলে এটিসি-কে সতর্কও করেন৷ শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে৷

দেখুন খবরটি

জ্বালানি ভরা হয় বিমানবন্দরে

যাত্রীদের বিমান থেকে নামিয়ে ইন্ডিগোর 6E6764 বিমানটিতে জ্বালানি নেওয়া হয়। জ্বালানি ভরা হয়ে যাওয়ার পর রাত সাড়ে ১০টা নাগাদ বিমানটি চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করে।