ইন্ডিগো (IndiGo) বিমানের মধ্যে সহযাত্রীকে হেনস্থা। প্যানিক অ্যাটাকের মধ্যে যুবককে কষিয়ে চড় মেরেছিল এক ব্যক্তি। বাকি সহযাত্রী, বিমানের ক্রু মেম্বাররা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিল সেই সময়। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তারপই অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে প্রতিবাদ শুরু করেন সামাজিক মাধ্যমের অনেকে। এবার এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেয় ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, সহযাত্রীর প্রতি খারাপ আচরণের জন্য অভিযুক্তকে ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। এমনকী গতকাল গন্তব্যস্থলে পৌঁছানোর পর তাঁকে আটক করা হয়েছিল বলে জানানো হয়।

ভিডিয়োতে কী দেখা যায়?

আসলে গত ১ অগাস্ট অর্থাৎ শুক্রবার মুম্বই থেকে কলকাতাগামী একটি ইন্ডিগোর বিমান যাত্রা শুরু করার ঠিক আগের মুহূর্তে এক যুবক আচমকাই অসুস্থবোধ করেন। তাঁকে যখন বিমান সেবিকা, ক্রু মেম্বার অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন এক সহযাত্রী কষিয়ে তাঁকে থাপ্পড় মারেন। এই ঘটনার পর অনান্যরা প্রতিবাদ করেন। ভিডিয়োতে শোনা যাচ্ছিল, এক ব্যক্তি তাঁকে এটা কেন করলেন বলেন প্রশ্ন করেন, উত্তরে অভিযুক্ত কিছু বলেন না, শুধু রাগে ফুঁসতে থাকেন।

দেখুন ভিডিয়ো

কী হয়েছিল যুবকের?

ঘটনা বিষয়ে পরে জানা যাচ্ছে, সাম্প্রতিককালে এত বিমান দুর্ঘটনা ঘটে যে ওই যুবক বিমানে ওঠার পর থেকেই ঘাবড়ে ছিলেন। বিমান ছাড়ার আগে তাঁর প্যানিক অ্যাটাক হয়। শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হয়, যুবকটি দাঁড়িয়ে হাঁটতে শুরু করেন। আর সেই দেখে ক্রু মেম্বাররা তাঁকে আলাদা সরিয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় বিমান ছাড়তে কিছুটা দেরি হওয়ায় ঘটে এই দুর্ঘটনা।