নয়াদিল্লি: পাকিস্তানের (Pakistan) সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে অধিকৃত কাশ্মীর (Occupied Kashmir) তারা কবে খালি করছে (vacate) শুধুমাত্র তা নিয়েই কথা হবে। শুক্রবার সাংবাদিক বৈঠক করার সময় এই মন্তব্যই করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (India's EAM Dr S Jaishankar)। পাশাপাশি পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি (Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari) যা বলছেন তাতে কোনও গুরুত্ব না দেওয়ারও পরামর্শ দেন তিনি।
#WATCH | "I said they (Pakistan) have nothing to do with G20. I will also say that they have nothing to do with Srinagar. There is only one issue to discuss on Kashmir which is when does Pakistan vacate its illegal occupation of Pakistan Occupied Kashmir," says EAM Dr S… pic.twitter.com/Mx7Xg2UQsE
— ANI (@ANI) May 5, 2023
এপ্রসঙ্গে বলেন, "আমি বলতে চাই পাকিস্তানের জি ২০ (G20) নিয়ে কিছুই করার নেই। পাশাপাশি আমি একথাও বলতে চাই যে শ্রীনগর (Srinagar) নিয়েও তাদের কিছু করার নেই। শুধুমাত্র কাশ্মীর নিয়ে একটি মাত্র বিষয়েই আলোচনা হতে পারে তা হল অবৈধভাবে দখল (illegal occupation) করে রাখা কাশ্মীরের ভূখণ্ড কবে খালি করবে পাকিস্তান। এছাড়া ওদের সঙ্গে আলোচনার কিছু নেই।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | On Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari's arrival in India, EAM Dr S Jaishankar says, "He came here as the Foreign Minister of an SCO Member State. That is part of multilateral diplomacy. Don't see it as anything more than that. I think that nothing from what… pic.twitter.com/9vEIVw3iKS
— ANI (@ANI) May 5, 2023
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) কাউন্সিলের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার গোয়ায় (Goa) এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলালস ভুট্টো জারদারি। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, "তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশের বিদেশমন্ত্রী হিসেবে এখানে এসেছেন। এটা বহুমুখী কূটনীতির (multilateral diplomacy) একটা অঙ্গ। এর থেকে বেশি কিছু দেখতে যাবেন না। আমি মনে করি তিনি যা বলেছেন বা তাঁর বক্তব্য আমি যা শুনেছি তাতে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | On a question on abrogation of Article 370, EAM Dr S Jaishankar says, "...wake up and smell the coffee. 370 is history. The sooner people realise it, the better it is." pic.twitter.com/Enbv4nu7dt
— ANI (@ANI) May 5, 2023
জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) থেকে ৩৭০ ধারা (Article 370) অবলুপ্তি নিয়ে প্রশ্ন করলে ভারতের বিদেশমন্ত্রী ঠাট্টা করে বলেন, "উঠুন আর কফির গন্ধ শুকুন। ৩৭০ ইতিহাস হয়ে গেছে, যত তাড়াতাড়ি মানুষ এটা অনুভব করতে পারবেন ততই ভালো হবে।"