নতুন দিল্লি, ৪ মে: সোমবার বারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Count) পৌঁছে গেল ৪২ হাজার ৫৩৩-এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২ হাজার ৫৫৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী এই মুহূর্তে হাসপাতালে চিতিৎসাধীন ২৯ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১১ হাজার ৭০৭ জন। মৃতের সংখ্যা ১ হাজার ৩৭৩। সোমবার আইসিএমআর এক বিবৃতিতে জানিয়েছে, চার মে অর্থাৎ আজ পর্যন্ত ১১ লক্ষ ৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনায় ভয়াবহ প্রকোপ পড়েছে মহারাষ্ট্রে। ভয়াবহতার ধারবাহিকতা বজায় রয়েছে সেখানে। আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯৭৪। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে নতুন করে আক্রান্ত ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।
মহারাষ্ট্রে রবিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫৪৮। ৩ মে মুম্বইয়ের ধারাভি বস্তিতে নতুন করে কোভিড আক্রান্ত ৯৪ জনের। সেদিন দুজনের মৃত্যু হয়েছে। বিএমসি এক বিবৃতিতে জানিয়েছে এশিয়ার বৃহত্তম বস্তিতে সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯০। মৃত্যু হয়েছে ২০ জনের। রবিবার রাত পর্যন্ত দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৪৯ জন। একদিনে রাজধানীতে নতুন করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করল। গতকাল ৩ তারিখে দিল্লিতে নতুন করোনা পজিটিভ রোগী ৪২৭ জন। দিল্লির ২০টি জেলায় মুহুর্মুহু আক্রান্ত বাড়ছে তাই কনটেইনমেন্ট এলাকায় সহোযোগিতার জন্য কেন্দ্রের তরফে একটি দল পাঠানো হয়েছে। আরও পড়ুন-Donald Trump: আমেরিকায় করোনার বলি হবে ৮০-৯০ হাজার মানুষ, পরিসংখ্যান বদলালেন ডোনাল্ড ট্রাম্প
2553 new #COVID19 cases and 72 deaths have been reported in the last 24 hours. https://t.co/9FOQGelLK2
— ANI (@ANI) May 4, 2020
মারণ ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্তের তালিকায় রয়েছে গুজরাট। সেখানে মোট আক্রান্ত ৫ হাজার ৫৫ জন। রাজস্থানে ২ হাজার ৮৮৬ জন আক্রান্ত। পশ্চিমবঙ্গে আক্রান্ত ৯২৭ জন। উত্তরপ্রদেশে মোট আক্রান্ত ২ হাজার ৬৪৫ জন। হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৪৮ জন। বিহারে ৪৮২ জন, হরিয়ানায় ৩৯৪ জন, ওড়িশায় ১৬০ জন, ঝাড়খণ্ডে ১১৫ জন। অন্যদিকে ১০ জনের তেকেও কম করোনা আক্রান্তের সন্ধান মিলেছে অরুণাচলপ্রদেশ, মণিপুর, মিজোরাম, পুদুচেরি ও ত্রিপুরাতে।