নতুন দিল্লি, ২৪ জুন: একদিনে সর্বাধিক ১৫ হাজার ৯৬৮ জন আক্রান্ত (Coronavirus Cases)। মৃত্যু হয়েছে ৪৬৫ জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ১ লক্ষ ৮৩ হাজার ২২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ৬৮৫ জন। মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৪৭। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী ২৩ জুন পর্যন্ত দেশে ৭৩ লক্ষ ৫২ হাজার ৯১১টি করোনা টেস্ট হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ১৫ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারী করোনায় সবথেকে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ১ লক্ষ ৩৯ হাজার ১০ জন।
করোনায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৩১ জনের। নতুন আক্রান্তে প্রায় ৪ হাজার জন। করোনা আক্রান্তের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা রাজ্য দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ছাড়িয়েছে। আন্দামানে মোট আক্রান্ত ৫০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। হাসপাতালে ভর্তি আছেন ১০ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত ১০ হাজার ২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৫৯৯ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১১৯ জনের। অরুণাচল প্রদেশে মোট আক্রান্ত ১৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ জন। ১২৬ জন হাসপাতালে ভর্তি আছেন। অসমে মোট আক্রান্ত ৫ হাজার ৮৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৭৬২ জন। হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৬০ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। আরও পড়ুন-Tamonash Ghosh Dies: করোনার সঙ্গে মরণপণ লড়াই, প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ
465 deaths and highest single-day spike of 15968 new #COVID19 positive cases reported in India in last 24 hrs.
Positive cases in India stand at 456183 including 183022 active cases, 258685 cured/discharged/migrated & 14476 deaths: Ministry of Health pic.twitter.com/ubjIQ9ThvW
— ANI (@ANI) June 24, 2020
বিহারে মোট আক্রান্ত ৮ হাজার ১৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ১০৪ জন। হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৯৩ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। চণ্ডীগড়ে মোট আক্রান্ত ৪১৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ৯০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩২২ জন। মৃতের সংখ্যা ৬।