নতুন দিল্লি, ৮ মে: শুক্রবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 tally) পৌঁছালো ৫৬ হাজার ৩৪২-এ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৩৭ হাজার ৯১৬ জন। ১৬ হাজার ৫৩৯ সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সবমিলিয়ে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ১ হাজার ৮৮৬ জন। দেশের মধ্যে মহমারীতে সবথেকে বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ১৭ হাজার ৯৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৬ জন। একদিনে মৃতের সংখ্যা ৪৩। সবমিলিয়ে মহারাষ্ট্রে ৬৯৪ জনের মৃত্যু হয়েছে। মুম্বইতেই শুখু করোনা আক্রান্ত ১১ হাজার ২১৯ জন। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৬২৯ জন।
গত ২৪ ঘণ্টায় মুম্বইতে ২৫ জন করোনা পজিটিভের মৃত্যু হয়েছ। এনিয়ে মুম্বইতে কোভিড-১৯ পজিটিভে মৃত রোগীর সংখ্যা ৪৩৭। মহারাষ্ট্রে ২ লক্ষেরও বেশি বাসিন্দার কোভিড-১৯ টেস্ট হয়েছে। এই তথ্য দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। এত মানুষের টেস্ট হওয়ার কারণেই আক্রান্তের সংখ্যাও প্রকাশ্যে আসছে। আরও পড়ুন-Locust Attack: পাকিস্তানের সিন্ধুপ্রদেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পঙ্গপাল, বিপুল ক্ষতির মুখে রাজস্থানের কৃষকরা
রাজধানী দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছুঁই ছুঁই। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪৮। শুক্রবার রাজধানীতে মোট করোনা আক্রান্ত ৫ হাজার ৯৮০। মৃতের সংখ্যা ৬৬। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে মোট কোভিড-১৯ আক্রান্ত ৭ হাজার ১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। সবমিলিয়ে গুজরাটে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৪২৫।