ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩০ এপ্রিল: বৃহস্পতিবার ৩৩ হাজার ছাড়িয়ে গেল ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 count)। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১ হাজার ৭১৮ জন। প্রাম গিয়েছে ৬৭ জনের। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটের তথ্যানুসারে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ২৩ হাজার ৬৫১ জন। মোট আক্রান্ত ৩৩ হাজার ৫০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩২৪ জন। মৃত্যুমিছিলে ১ হাজার ৭৪ জন। কোভিড-১৯ আক্রান্তর সংখ্যা দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৩২ জন। বুধবার পর্যন্ত সেখানে নতুন করে আক্রান্ত ৫৯৭ জন। সবমিলিয়ে মুম্বইতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯১৫। মৃত্যু হয়েছে ৪৩২ জনের। আরও পড়ুন-Kim Jong Un: করোনার ভয়ে বিলাবহুল নৌযানে থাকছেন কিম-জং-উন?

২৯ এপ্রিল পর্যন্ত রাজধানীতে মোট করোনা আক্রান্ত ৩ হাজার ৪৩৯ জন। মুম্বইতে গত ২৪ ঘণ্টায় ২৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ৪৭৫ জনের শরীরে মিলেছে ভাইরাস। সবমিলিয়ে দেশে বাণিজ্য নগরীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৫৭। মৃত ২৭০ জন। গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭৭। বুধবার শুধু আমেদাবাদেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৪ জন।