নতুন দিল্লি, ২৩ জুলাই: বুধবারে সর্বাধিক সংক্রামিত, ৪৫ হাজার ৭২০ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্তের (COVID-19 Tally) নিরিখে ১২ লাখের কোটা টপকে গেল ভারত। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুয়ায়ী সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। দেশে মহামারীর মোট বলি ২৯ হাজার ৮৬১ জন। এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন চার লক্ষ ২৬ হাজার ১৬৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৬ জন। মহামারীতে সবথেকে বিপর্যস্ত রাজ্যটি হল মহারাষ্ট্র। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭৬। সবমিলিয়ে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৬০৭ জন।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুসারে মহারাষ্ট্রে গতকালই ২৮০ জনের মৃত্যু হয়েছে। সেখানে কোভিডের মোট বলি ১২ হাজার ৫৫৬ জন। মুম্বইতেই শুধু করোনা আক্রান্ত ১ লক্ষ ৪ হাজার ৫৭২ জন। নতুন রোগী ১ হাজার ৩১০ জন। গতকাল সারা দিনে মুম্বইতে করোনার গ্রাসে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। বৃহন্মুম্বই পুরসভার তথ্য বলছে দেশের বাণিজ্য নগরীতে করোনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮৭২ জন। দেশের মধ্যে দ্বিতীয় কোভিড বিপর্যস্ত রাজ্য হল তামিলনাড়ু। সেখানে মোট সংক্রামিত ১ লক্ষ ৮৬ হাজার ৪৯২ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে নতুন করে মারণ রোগের শিকার হয়েছেন ৫ হাজার ৮৫৯ জন। রাজ্যে মোট করোনায় মৃত ৩ হাজার ১৪৪ জন। শুধু বুধবারেই মারা গিয়েছেন ৪৪৪ জন। পশ্চিমবঙ্গে গতকাল করোনায় মৃত ৩৯ জন। এই প্রথম করোনায় এক সঙ্গে এতজনের মৃত্যু হল। রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ২ হাজার ২৯১ জন। সবমিলিয়ে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ৪৯ হাজার ৩২১ জন। আরও পড়ুন-Global COVID-19 Cases: সংক্রমণের ঊর্ধ্বগতি, বৃহস্পতিবার বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫১ লক্ষ ৬৬ হাজার ৪০১
India's #COVID19 case tally crosses 12 lakh mark with highest single-day spike of 45,720 new cases & 1,129 deaths in the last 24 hrs
Total #COVID19 positive cases stand at 12,38,635 incl 4,26,167 active cases, 7,82,606 cured/discharged/migrated & 29,861deaths: Health Ministry pic.twitter.com/PsNwAozRT0
— ANI (@ANI) July 23, 2020
বৃহস্পতিবার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (global covid-19 cases) ১৫. ১ মিনিয়নের কোটা ছাড়িয়ে গেল। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ২১ হাজার ৮৯০। এই মুহূর্তে বিশ্বে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৫১ লক্ষ ৬৬ হাজার ৪০১ জন। এই মুহূর্তে বিশ্বে সবথেকে বেশি করোনা বিধ্বস্ত দেশটি হল আমেরিকা। সেখানে মোট করোনা আক্রান্ত ৩৯ লক্ষ ৬৭ হাজার ৯১৭ জন। করোনার বলি হয়েছেন ১ লক্ষ ৪৩ হাজার ১৪৭ জন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট করোনা আক্রান্ত ২২ লক্ষ ২৭ হাজার ৫১৪ জন। সেখানে মৃত্যু মিছিলে শামিল ৮২ হাজার ৭৭১ জন। এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট করোনা আক্রান্ত ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন।