নতুন দিল্লি, ২৬ অক্টোবর: ৪৫ হাজার ১৪৯ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে ভারতে কোভিড-১৯ পরিসংখ্যান (Coronavirus Cases In India) ৭৯ লাখ ছাড়িয়ে গেল সোমবার। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত ৭৯ লাখ ৯ হাজার ৯৬০ জন। এর মধ্যে ৬ লাখ ৫৩ হাজার ৬১৭ টি অ্যাকটিভ কেস। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৪৩৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭১ লাখ ৩৭ হাজার ২২৯ জন। গতকালই ৫৯ হাজার ১০৫ জনক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সারাদিনে করোনার বলি ৪৮০। সবমিলিে এখনও পর্যন্ত ভারতে করোনার ঘায়ে মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৪ জনের। আরও পড়ুন-Delhi Police Sub-Inspector Arrested: একাধিক মহিলার শ্লীলতাহানি, শ্রীঘরে দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর
কমল দৈনিক সংক্রমণ
With 45,149 new #COVID19 infections, India's total cases surge to 79,09,960. With 480 new deaths, toll mounts to 1,19,014 .
Total active cases are 6,53,717 after a decrease of 14,437 in last 24 hrs
Total cured cases are 71,37,229 with 59,105 new discharges in last 24 hrs pic.twitter.com/STmOrxDPzg
— ANI (@ANI) October 26, 2020
ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯০ শতাংশ ছুঁয়েছে। মৃত্যুর হার ১.৫১ শতাংশ। আইসিএমআর-এর তথ্য বলছে, শনিবার ৯ লাখ ৩৯ হাজার ৩০৯টি নমুনার করোনা টেস্ট হয়েছে দেশে। এখনও পর্যন্ত মোট ১০ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৭৭৮টি নমুনার করোনা টেস্ট সম্পন্ন করেছে আইসিএমআর। তবে ৭০ লাখেরও বেশি করোনা রোগীকে সুস্থ করে ভারত নতুন মাইল ফলকে নাম লিখিয়েছে। ১৬ লাখ ৪৫ হাজার ২০ জন করোনা আক্রান্তকে নিয়ে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। রবিবার সেখানে করোনার বলি ১১২ জন। মহারাষ্ট্রে করোনায় মোট মৃত ৪৩ হাজার ২৬৪ জন। এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। বিশ্বে মোট করোনা আক্রান্ত প্রায় ৪৩ মিলিয়ন ছুঁই ছুঁই। সেখানে করোনায় মৃতের সংখ্যা ১১ লাখ ৫২ হাজার ৭৭৩।