Indian Railways Introduces Touch-Free Wash Basin At Guwahati Railway Station (Photo Credits: Facebook)

দিল্লি, ৮ জুন: চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত সকলেই করোনা যুদ্ধে (COVID-19 Pandemic) ফ্রন্টলাইনে দাঁড়িয়ে কাজ করছেন। এই তালিকায় রয়েছে ভারতীয় রেল। ভিনরাজ্যে আটকে পড়া সকলকে ফিরিয়ে আনছে রেল। পাশাপাশি কেন্দ্রের নির্দেশে চলছে শ্রমিক স্পেশাল ট্রেন। ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনছে ভারতীয় রেল। সংক্রমণ রুখতে বারবার হাত ধোয়ার (Touch-Free Wash Basin) পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কিন্তু পাবলিক প্লেসে হাত ধুতে গেলেও ছড়িয়ে পড়তে পারে মারণভাইরাস। সেই কারণে এক স্মার্ট উপায়ে সমস্যার সমাধান করছে ভারতীয় রেল।

অসমের গুয়াহাটি রেলস্টেশনে  (Guwahati Railway station in Assam) বসানো হল টাচ-ফ্রি ওয়াশ বেসিন। বেসিনের কলে কিংবা সাবানের ডিসপেন্সারে হাত না দিয়েই হাত ধুতে পারবেন সকল যাত্রী। ভারতীয় রেলের তরফে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি বিবৃতি তুলে ধরা হয়েছে। "যাত্রীদের সুবিধার্থে টাচ-ফ্রি বেসিন গুয়াহাটি স্টেশনে বসানো হয়েছে। এতে করোনা সংক্রমণের আশঙ্কা অনেক কম হবে।" #IndiaFightsCorona দিয়ে এই ভিডিওটি পোস্ট করে ভারতীয় রেল।

"Swachh Rail-Swachh Bharat" প্রকল্পের অধীনে ভারতীয় রেল ৬৮ হাজার কোচে বায়ো টয়লেট ইনস্টল করেছে। এই প্রসঙ্গে রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছিল, "৪৯,৪৮৭ টি বায়ো-টয়লেট বসানো হয়েছিল ২০১৯-২০ সালে ১৪,৯১৬টি কোচে। এরপর মোট ৬৮ হাজারটি কোচে বসানো হয়েছে ২,৪৫,৪০০ টি বায়ো টয়লেট।"