লখনউ, ১০ অক্টোবর: ট্রেনের খাবার নিয়ে এবার ফের উঠে এল অভিযোগ। ট্রেনের ভিতরে যে সিঙ্গারা দেওয়া হয় IRCTC-র তরফে, সেখানে হলুদ রঙের প্লাস্টিক কেন রয়েছে, তা নিয়ে অভিযোগ করেন অজি কুমার নামে এক ব্যক্তি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিঙ্গারার ছবি শেয়ার করে, অজি কুমার অভিযোগ করেন। যা দেখে পালটা ট্যুইট করা হয় ভারতীয় রেলের তরফে। বিষয়টি চোখে পড়ার পর তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় IRCTC-র তরফে।
I am on the way to Lucknow today 9-10-22 I bought one Samosa to eat.. Some portions taken and lastly this is inside in it... Pls look the yellow paper inside somosa... Its served by the IRCTC pantry person in the Train No. 20921 Bandra Lucknow train.... Started train 8-10-22.. pic.twitter.com/6k4lFOfEr6
— Aji Kumar (@AjiKuma41136391) October 9, 2022
দেখুন কী উত্তর দিল রেল...
Sir, matter is being taken up https://t.co/0cs7JEacX3
-IRCTC Official
— RailwaySeva (@RailwaySeva) October 9, 2022
অজি কুমার লেখেন, তিনি ৯ অক্টোবর লখনউতে যাচ্ছিলেন। ট্রেনে সফরকালে IRCTC-র কাছ থেকে সিঙ্গারা নিয়েছিলেন তিনি। সিঙ্গারার কিছুটা অংশ খাওয়ার পর সেখান থেকে হঠাৎ করে হলুদ রঙের একটি কাগজ বেরিয়ে পড়ে। আইআরসিটিসি-র খাবারে কীভাবে এই ধরনের হলুদ রঙের কাগজ থাকে, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। লখনউতে যাওয়ার পথে আইআরসিটিসির দেওয়া ওই খাবারের ছবি এরপর ট্যুইট করে জবাব চান সংশ্লিষ্ট ব্যক্তি।