Indian Railways Vacant Post: ভারতীয় রেলে খালি আছে আড়াই লক্ষাধিক পদ, লোকসভায় জানালেন রেলমন্ত্রী
Photo Credits: PTI

নতুন দিল্লি, ৭ অগাস্ট: ভারতীয় রেলে আড়াই লক্ষাধিক শূন্যপদ আছে। তাদের মধ্যে বেশীর শূন্যপদই গ্রুপ সি-র। আজ, সোমবার সংসদে এমন তথ্যই দিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় রেলে সব জোন মিলিয়ে গ্রুপ সি-তে মোট ২ লক্ষ ৪৮ হাজার ৮৯৫টি শূন্য পদ আছে। বিজেপি সাংসদ সুশীল কুমার মোদীর তোলা প্রশ্নের জবাবে এমন তথ্য দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গ্রুপ সি-তে সবচেয়ে বেশী শূন্যপদ আছে উত্তর রেলওয়েতে (৩২ হাজার ৪৬৮টি)। তারপর সবচেয়ে বেশী শূন্যপদ পূর্ব রেলওয়েতে আছে। পূর্ব রেলে শূন্যপদ ৩৯ হাজার ৮৬৯টি। মধ্য রেলওয়েতে ২৫ হাজার ২৮১টি শূন্যপদ আছে। আরও পড়ুন-উদুপির কলেজ টয়লেটে ভিডিয়ো কাণ্ডে সিবিআইডি দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

দেখুন টুইট

গ্রুপ এ এবং বি-তে ২ হাজার ৭০টি পদ খালি আছে। তার মানে সব মিলিয়ে ভারতীয় রেলে দু লক্ষ ৫০ হাজার ৯৬৫টি শূন্যপদ আছে। দেশের সবচেয়ে নিয়োগকর্তা রেলে ১১ লক্ষ ৭৫ হাজারেরও বেশী মানুষ কাজ করেন (১ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত)। গত বছর ডিসেম্বর পর্যন্ত ভারতীয় রেলে শূন্যপদ ছিল ৩ লক্ষ ১২ হাজার। চলতি বছর জুন পর্যন্ত গ্রুপ সি পদে ১ লক্ষ ২৮ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীকে প্যানেলভুক্ত করা হয়েছে।