Indian Railway: করোনাকালে সাশ্রয়, ব্রিটিশ আমলের 'ডাক মেসেঞ্জার' বাতিলের পথে ভারতীয় রেল
প্রতীকী ছবি(Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৭ জুলাই: করোনা কালের মহামারীতে মেদ ঝরাতে উঠেপড়ে লাগল ভারতীয় রেল। এবার ব্রিটিশ রাজত্বে চালু হওয়া ‘ডাক মেসেঞ্জার’ (Dak Messengers) পরিষেবা বন্ধ করতে চলেছে রেল। গত ২৪ জুলাই এক বিজ্ঞপ্তিতে এমনই তথ্য প্রকাশ করেছে ভারতীয় রেল। মূলত এই ‘ডাক মেসেঞ্জারের’ মাধ্যমেই এককালে গোপনীয় নথিপত্র রেল এক দপ্তর থেকে আর এক দপ্তরে পাঠাতো। টেকনোলজির রমরমায় চিঠি চাপাটির চল অনেকদিন হল বিদায় নিয়েছে। সেই জায়গা দখল করে নিয়েছে ইমেলের মতো তথ্য আদান প্রদানের নিরাপদ পরিষেবা। এমনিতেই মহামারীর দাপটে আর্থিক ক্ষতি প্রতিদিন বাড়ছে। লকডাউনে রেলের তথাকথিত উপার্জনও প্রায় বন্ধ। এই পরিস্থিতি অলাভজনক ক্ষেত্রগুলি বন্ধ করার কাজে হাত দিল রেল। যার প্রথম ধাপই এই ‘ডাক মেসেঞ্জার’। আরও পড়ুন-Uttar Pradesh: মাস্ক না পরায় ছাগলকে থানায় টেনে নিয়ে গেল পুলিশ, কী হল তারপর?

জানা গিয়েছে, এই মেদ ঝরানোর কর্মসূচির মধ্যে রয়েছে অলাভজনক রেল পরিষেবাও। খরচ কমাতে অপ্রয়োজনীয় পদ বিলোপ করছে তারা। গোপন নথীপত্র এবার থেকে ই-মেলে পাঠানো হবে। কোনওরকম জরুরি আলোচনার প্রয়োজন থাকলে তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা হবে। এই মুহূর্তে নতুন কোনও পদের উৎপত্তিততেও নারাজ রেল। প্রায় ৫ হাজার ডাক মেসেঞ্জার রয়েছে ভারতীয় রেলের। এজন্য বছরে ১০ কোটির খরচও রয়েছে। করোনা মহামারীর যুগে এই বিরাট অংকের টাকা বাঁচাতে ইমেল, ইন্টারনেটের উপরেই ভরসা রাখছে ভারতীয় রেল। সবমিলিয়ে কর্মী সংখ্যা কমাতেও উদ্যোগী হয়েছে ভারতীয় রেল।