
দিল্লি, ৫ মার্চ: ভারতীয় পাসপোর্টের (Indian Passport) নিয়ম বদলাচ্ছে। ২০২৫ সালেই বদলে যাচ্ছে পাসপোর্টের সব নিয়মকানুন। ফলে এই সাল থেকে যখন কেউ পাসপোর্টের জন্য আবেদন করবেন, সেখানে তাঁর জন্ম তারিখ দিতে হবে। শুধু তাই নয়, যে তারিখে পাসপোর্টের আবেদন করা হবে, সেই তারিখ অনুযায়ী, তাঁর বয়স কত হচ্ছে, উল্লেখ করতে হবে সে বিষয়ে।
১৯৬৯ সালের যে জন্ম এবং মৃত্যু আইন রয়েছে, সেই অনুযায়ী জন্মের শংসাপত্র নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে।
পাসপোর্টের জন্য কী কী নথি লাগবে নয়া নিয়ম অনুযায়ী, দেখে নিন এক ঝলকে...
জন্মের শংসাপত্র নিতে হবে। ১৯৬৯ সালে জন্ম, মৃত্যুর যে আইন প্রণয়ন করে ভারত সরকার, সেই অনুযায়ী হতে হবে জন্মের শংসাপত্র।
স্কুলের সমস্ত নথি জমা দিতে হবে। স্কুলে পড়ার সময় অন্য স্কুলে ভর্তি হলে, সেখানকার লিভিং সার্টিফিকেটও লাগবে।
যে কোনও বিমা করা থাকলে, সেখানকার পলিসি বন্ড অনুযায়ী যে জন্মের তারিখ রয়েছে, তার নথি দেখাতে হবে।
নিতে হবে আধার কার্ড। ই-আধার কার্ড।
নির্বাচন কমিশনের যে এপিক কার্ড রয়েছে, তার কপি।
প্যান কার্ড নিতে হবে।
ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।
অ্যাড্রেস প্রুফে কী কী নিতে হবে দেখুন...
জলের বিল
টেলিফোন বিল (ল্যান্ডলাইন বা মোবাইল)
বিদ্যুতের বিল
ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার
নির্বাচন কমিশনের ফটো আইডি কার্ড
স্বামী বা স্ত্রীর পাসপোর্টের কপি
আবেদনকারী যদি নাবালক হয় তাহলে বাবা, মায়ের পাসপোর্টের কপি
আধার কার্ড
রেন্ট এগ্রিমেন্ট
ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক
যাঁরা পাসপোর্টের জন্য আবেদন করবেন, উল্লিখিত সমস্ত নথি নিয়ে তবেই পাসপোর্ট অফিসে যেতে হবে।