Abhishek Banerjee (Photo Credits; X)

পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনে ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের মন্ত্র বিশ্বের সামনে তুলে ধরতে প্রতিনিধিদল গঠন করেছেন কেন্দ্র সরকার। শাসক এবং বিরোধী সব রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে গঠিত হয়েছে এই প্রতিনিধি দল। ভারতের তেমনই একটি প্রতিনিধিদল এই মুহূর্তে রয়েছে মালয়েশিয়ায়। ওই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার মালয়েশিয়ার (Malaysia) কুয়ালালামপুরে পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক। সেখান থেকে তৃণমূল সাংসদ ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়ালেন। তিনি বলেন, কোনও ধর্মই সহিংসতার কথা বলে না। প্রতিটি ধর্মই সম্প্রীতির কথা বলে।

জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ঘুরে অভিষেকদের প্রতিনিধিদল রবিবার পৌঁছয় কুয়ালালামপুরে (Kuala Lumpur)। প্রতিনিধিদল প্রথমেই যায় সে দেশের ভারতীয় দূতাবাসে। অভিষেকদের স্বাগত জানান ভারতীয় হাই কমিশনার বিএন রেড্ডি। ঘুরে দেখলেন দূতাবাস। এরপর প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করে দল। পহেলগামের নিন্দায় এদিন অভিষেক বলেন, '২২শে এপ্রিল যখন ভারতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল, আমরা দুই সপ্তাহ অপেক্ষা করেছিলাম। পাকিস্তান সরকারের থেকে কিছু ন্যায়বিচারের অপেক্ষা করেছিলাম আমরা। আমরা ভেবেছিলাম সে দেশের সরকার অপরাধীদের শাস্তি দেবে। কিন্তু তেমন কোন কিছুই ঘটেনি। ১৪ দিন পর ভারত হামলা চালিয়েছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতের সেনা'। অভিষেক বারবার এটা স্মরণ করান, ভারতীয় সেনা বাহিনীর অভিযান পাকিস্তানের কোন সাধারণ মানুষকে নিশানা করে হয়নি।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে অভিষেকের সম্প্রীতির বার্তাঃ 

অভিষেকের কথায়, 'সুনির্দিষ্ট এবং দায়িত্বশীলভাবে কেবল জঙ্গিঘাঁটি বেছে হামলা চালানো হয়েছিল। যাতে সাধারণ মানুষের মধ্যে কোন উত্তেজনা না ছড়ায়। কারণ কোন ধর্মই সহিংসতার কথা বলে না। বরং প্রতিটি ধর্মই সম্প্রীতির কথা বলে'।