Photo: ANI

নয়াদিল্লি: সমুদ্রে মাছ ধরতে গিয়ে নৌকা উলটে ডুবে যাচ্ছিলেন ৬ জন ভারতীয় মৎস্যজীবী (Indian fishermen)। শুক্রবার তাঁদের দেশে ফেরাতে সাহায্য করলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ অরিঞ্জয় (Indian Coast Guard ship)।

এবিষয়ে উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা বলেন, গত ৬ তারিখ মাছ ধরতে গিয়ে নৌকা উলটে ডুবে মরছিলেন গুজরাটের (Gujarat) ৬ জন মৎস্যজীবী। দুর্ঘটনাটি ঘটছিল পাকিস্তানের আন্তর্জাতিক জলসীমা এলাকায়। বিষয়টি দেখতে পেয়ে পাকিস্তানের জলবাহিনীর একটি জাহাজ বারাকাট তাঁদের উদ্ধার করে। পরে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাও করানো হয়। দেওয়া হয় খাবারও। পরে এই ঘটনার কথা পাকিস্তানের তরফে জানানো হয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে।

তাদের কাছ এই খবর পাওয়ার পরেই তড়িঘড়ি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর হন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা। তার ফলশ্রুতিতে শুক্রবার দেশে ফিরলেন গুজরাটের ওই ৬ জন মৎস্যজীবী।