মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা ( IAF Group Captain & astronaut Shubhanshu Shukla)। বুধবার বেলা ঠিক বারোটা বেজে এক মিনিটে ভারতীয় নভোশ্চরকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে অ্যাক্সিয়ম-৪। এই অভিযান ঘিরে ভারতীয়দের আগ্রহ তুঙ্গে। সকলেরই নজর শুভাংশুদের মহাকাশের দিনরাত্রি কেমন কাটবে তা নিয়ে। তবে উৎক্ষেপণের সময় সকলের চোখ ছিল শুভাংশু-র বাবা মায়ের দিকেও । বিশাল পর্দাটার দিকে পলকহীন চোখে তাকিয়েছিলেন মহাকাশচারী শুভাংশু শুক্লার মা আশা শুক্লা (Asha Shukla)। আবেগ-উত্তেজনা একাকার মায়ের চোখেমুখে। তিনি বলেন, এই মুহূর্তে । তাকে দেখে আমরা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। বলার মতো ভাষা নেই। আমাদের প্রার্থনা তার সঙ্গে, সে যেন তার মিশন সফলভাবে সম্পন্ন করে ফিরে আসে।
#WATCH | Lucknow, Uttar Pradesh: Asha Shukla, the mother of IAF Group Captain and astronaut Shubhanshu Shukla, says, "Those were tears of joy. We are happy."#Axiom4 https://t.co/t8PBcT1Ydw pic.twitter.com/G7P6RDwmVr
— ANI (@ANI) June 25, 2025
ছেলে মহাকাশে পাড়ি দেওয়ায় শুভাংশু শুক্লার বাবা শম্ভুদয়াল শুক্লা (Shambhu Dayal Shukla) বলেন, যাঁরা আশীর্বাদ করেছেন তাঁদের সকলের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। যারা আমাদের সন্তানের জন্য প্রার্থনা করেছেন তাদের সকলের প্রতি আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা খুবই উত্তেজিত, গর্বিত, এটি আমাদের সকলের জন্য একটি বড় দিন। আমার ছেলে গৌরব বয়ে আনছে। এটি আমাদের জন্য একটি উৎসবের মতো।
#WATCH | Lucknow, Uttar Pradesh: Group Captain Shubhanshu Shukla's father, Shambhu Dayal Shukla, says, "We are happy."
Mother Asha Shukla says, "Everyone is happy. These are tears of joy..."#AxiomMission4 pic.twitter.com/bFB81gL4ki
— ANI (@ANI) June 25, 2025
#WATCH | Lucknow, Uttar Pradesh: Mother of IAF Group Captain & astronaut Shubhanshu Shukla, Asha Shukla, gets emotional as she cheers for her son, who is part of the #AxiomMission4 pic.twitter.com/62Ki2J3hRU
— ANI (@ANI) June 25, 2025
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু হয়েছে শুভাংশু ও তাঁর তিন সঙ্গীর। এই অ্যাক্সিয়ম-৪ মিশনের কমান্ডার আমেরিকার পেগি হুইটসন। শুভাংশু আছেন পাইলটের ভূমিকায়। আছেন দুই মিশন স্পেশালিস্ট পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। রাকেশ শর্মার পরে ইতিহাসে পৌঁছে গেলেন ভারতীয় বায়ুসেনায় তাঁর উত্তরসূরি শুভাংশু।