টায়ার ফেটে উল্টে গেল গাড়ি, মৃত্যু সেনার কর্নেল ও মেজরের (Photo: ANI)

জয়পুর, ১২ সেপ্টেম্বর: গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনা। মৃত্যু হল দুই সেনা (Indian Army) আধিকারিকের। শনিবার সকাল ৬টা নাগাদ রাজস্থানের বিকেনার জেলার বিকেনার-জয়পুর জাতীয় সড়কে (Bikaner-Jaipur Road) এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত আরও দুই সেনা আধিকারিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম কর্নেল মণীশ সিং চৌহান এবং মেজর নীরজ শর্মা।

জানা গেছে, কয়েকজন সেনা কর্মী ভারতীয় সেনার গাড়িতে করে যাচ্ছিলেন। জাতীয় সড়কে টায়ার ফেটে গাড়িটি উল্টে যায়। প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন যে দুর্ঘটনায় কর্নেল মণীশ সিং চৌহান এবং মেজর নীরজ শর্মা মারাত্মক আহত হন। আরও পড়ুন: China Hands Over 5 Missing Men: অরুণাচলের ৫ নিখোঁজ যুবককে ভারতীয় সেনার হাতে তুলে দিল চিন

সেরুনা থানার এসএইচও অরুণ কুমার বলেন, আহতদের পিবিএম সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।