শত্রু ড্রোনকে কব্জা করতে এবার ভারতীয় সেনার হাতে এল প্রশিক্ষিত বাজ পাখী।বাজ পাখীর ব্যবহার করে শত্রুদের ড্রোন শিকার করার এই পন্থা প্রথম ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীর ও পঞ্জাব সীমান্তের প্রত্যন্ত এলাকার যেসব জায়গাগুলোকে পাকিস্তান অস্ত্রপাচারের করিডোর হিসেবে বেছে নেয় সেখানে অত্যন্ত ভালো কাজ দিতে পারে এই বাজপাখি।
Indian Army troops using trained Kites to prey on enemy drones in a first-of-its-kind usage of these birds pic.twitter.com/zoN1BkKLKY
— ANI (@ANI) November 29, 2022
পাকিস্তান থেকে ড্রোনে চড়িয়ে ভারতে অস্ত্র পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। গত ২৪ নভেম্বর জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় ধরা পড়ে এমনই এক ড্রোন। সেনাবাহিনী গুলি করে সেই ড্রোন নামালে দেখা যায় ওই ড্রোনে চড়িয়ে এদেশে পাঠানো হচ্ছিল অস্ত্র, ভারতীয় মূদ্রা। এইসব ক্ষেত্রে বাজপাখিকে কাজে লাগিয়ে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করছে সেনাবাহিনী।
প্রতিবছর উত্তরাখণ্ডে ভারত-মার্কিন যৌথ সেনা মহড়া হয়ে থাকে। এবছরের মহড়া গত শনিবার শেষ হয়েছে. সেখানে দেখানো হয়েছে কীভাবে কাজ করবে এই শিকারি পাখি।
#WATCH | A Kite trained by the Indian Army to prey on drones displayed in action at the ongoing Indo-US wargame Yudhabhyas in Auli, Uttarakhand pic.twitter.com/Bjha3gKaNS
— ANI (@ANI) November 29, 2022