Watch: প্রতিবেশী দেশ থেকে উড়ে আসা অবৈধ ড্রোন ধ্বংস করতে অভিনব পন্থা নিল ভারতীয় সেনা বাহিনী (দেখুন ভিডিও)
Indian Army Trainning Kites Photo Credit: Twitter@ANI

শত্রু ড্রোনকে কব্জা করতে এবার ভারতীয় সেনার হাতে  এল প্রশিক্ষিত বাজ পাখী।বাজ পাখীর ব্যবহার করে শত্রুদের ড্রোন শিকার করার এই পন্থা প্রথম ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীর ও পঞ্জাব সীমান্তের প্রত্যন্ত এলাকার যেসব জায়গাগুলোকে পাকিস্তান অস্ত্রপাচারের করিডোর হিসেবে বেছে নেয় সেখানে অত্যন্ত ভালো কাজ দিতে পারে এই বাজপাখি।

 পাকিস্তান থেকে ড্রোনে চড়িয়ে ভারতে অস্ত্র পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। গত ২৪ নভেম্বর জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় ধরা পড়ে এমনই এক ড্রোন। সেনাবাহিনী গুলি করে সেই ড্রোন নামালে দেখা যায় ওই ড্রোনে চড়িয়ে এদেশে পাঠানো হচ্ছিল অস্ত্র, ভারতীয় মূদ্রা। এইসব ক্ষেত্রে বাজপাখিকে কাজে লাগিয়ে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করছে সেনাবাহিনী।

প্রতিবছর উত্তরাখণ্ডে ভারত-মার্কিন যৌথ সেনা মহড়া হয়ে থাকে। এবছরের মহড়া গত শনিবার শেষ হয়েছে. সেখানে দেখানো হয়েছে কীভাবে কাজ করবে এই শিকারি পাখি।